Breaking News

নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ‘গদ্দার’ বলে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা :- গতকালই তিনি দল ছেড়েছেন, আর তার একদিন কাটতেই এদিন নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে এসে সদ্য পদত্যাগী মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ‘গদ্দার’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাতারাতি দল ত্যাগ করতেই অনেকে মনে করছেন হয়তো শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন রাজীব।

অন্যদিকে বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছেন, “রাজীব ও বৈশালীর সঙ্গে কথা হয়েছে। তাঁরা এলে দল শক্তিশালী হবে।”
এমনকি গতকালই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর রাজীব জানান, “আমার মনে অনেক চাপা ক্ষোভ ছিল। অনেক অভিমান ছিল। সেগুলো একদিনে হয়নি। অনেকেই জানেন না, আমি আড়াই বছর আগেই এই সিদ্ধান্ত নিতাম। মানুষের মধ্যে কাজের মাধ্যমে যদি কেউ ছাপ ফেলে যায় সেটাই বড় কথা। কেউ চিরকাল একই দফতরের মন্ত্রী থাকে না।” প্রসঙ্গত, গত শনিবার ফেসবুক লাইভে ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক জানান, “দলনেত্রীর আদর্শকে সামনে রেখে মানুষের পাশে থাকার কাজ করছি। নিষ্ঠার সঙ্গে ভাল কাজ করতে গিয়েছি, বাধার কথা জানানোর চেষ্টা করছি। কিছু মানুষ ভুল বুঝিয়ে অন্য পথে পরিচালিত করার চেষ্টা করছেন। ২০২১ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমার উপর ভরসা রাখুন। আপনাদের বিশ্বাসভঙ্গ করব না।এখনও ধৈর্যচ্যুতি ঘটেনি, ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আপনাদের জন্য ধৈর্য ধরে রেখেছি।” তারমধ্যেই ভোটের আগেই রাজীবের দলত্যাগ করার বিষয়টা প্রায় প্রত্যেক তৃণমূল নেতার কাছে অনভিপ্রেত হয়ে দাঁড়িয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *