সুবীর কর, বীরভূম :- নির্বাচন আসন্ন | তাই শাসক-বিরোধী দলের আক্রমণ-পাল্টা আক্রমণ অব্যাহত | আর শনিবার বীরভূমে অনুব্রত-এর গড়ে দাঁড়িয়ে দিদির কেষ্টকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ| “নির্বাচনের পর অনুব্রত মণ্ডলের মত মানুষরা রাস্তায় বেরোতে ভয় পাবেন”|শনিবার পাড়ুই-এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রতকে হুঙ্কার দিলেন ভারতী ঘোষ | এদিন অনুব্রতর পাল্টা দিলেন ভারতী ঘোষ |
প্রসঙ্গত,অনুব্রত মণ্ডল বলেছেন বীরভূমে তৃণমূল ১১ এবং বিজেপি 0 হবে | তাঁর মন্তব্যে এদিন ভারতী ঘোষ বলেন ১১-0 হবে তবে তৃণমূল 0 পাবে |শুধু তাই নয়, অনুব্রত মণ্ডল বলেছিলেন একুশে ভয়ঙ্কর খেলা হবে | সেই কথার রেশ টেনে এদিন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ বলেন, “যারা ভয়ঙ্কর খেলার কথা বলছে তারা একধরণের ক্রিমিনাল, তাই তারা ভয়ঙ্কর কথা ব্যবহার করেন”| এদিন তৃণমূলকে একহাত নিয়ে ভারতী ঘোষ বলেন, “যারা সন্ত্রাস করছে এবং বাংলাকে মনে করছে সন্ত্রাসের মাঠ, সন্ত্রাস হচ্ছে ফুটবল এর মাঠ আর সেই ফুটবলকে পায়ে নিয়ে আমরা একবার এইদিকে মারবো আরেকবার ওইদিকে মারবো, ভারতীয় জনতা পার্টি তাঁদের সাবধান করছে, যাতে এই সন্ত্রাস খেলতে খেলতে শ্রীঘর বাস না হয়ে যায়”| একুশের ভোটে বীরভূমে পদ্ম ফোটাতে কতটা সক্ষম হবে বিজেপি তার প্রমাণ মিলবে ভোট বাক্সে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল |