নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর :- শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার পরিচালনায় শ্যামাপ্রসাদ মুখার্জী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় |
এদিনের টুর্নামেন্টে এসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ শাসক দলকে এক হাত নিলেন | গত ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী ছিল| সেই উপলক্ষ্যেই এদিন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর সবুজ সংঘ ফুটবল মাঠে শ্যামাপ্রসাদ মুখার্জী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের হাজির করা হয় | এদিনের অনুষ্ঠানে বিজেপি নেতা তথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ উপস্থিত ছিলেন |
এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস সহ জেলা নেতৃত্ব | এদিনের অনুষ্ঠানে রাজ্য সরকারকে বিঁধলেন শুভেন্দু অধিকারী | রাজ্য বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ এদিন বলেন,১৯৪৬ সালের ১৬ই আগস্ট, কলকাতার হিন্দুদের জীবনে নেমে এসেছিল এক নৃশংস জেহাদি আক্রমণ,যা ইতিহাসে যা পরিচিত হয়েছে, ‘The great Calcutta killing’ নামে | এই দিনটিতে ‘খেলা দিবস’ যাতে না করা হয় সেকথা এদিন শোনা গেল ভারতী ঘোষের গলায় | এমনকি ‘খেলা দিবস’-এর দিন যাতে পরিবর্তন করা হয় সেজন্য শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছেন বলেও শোনা গেল ভারতী ঘোষের গলায় |