Breaking News

ক্লাব ভাঙচুরকে কেন্দ্র করে রণক্ষেত্র মুচিপাড়া,দরজা ভেঙে বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করল পুলিশ!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- দরজা ভেঙে বিজেপি নেতা সজল ঘোষকে থানায় নিয়ে গেল পুলিশ | ইভটিজিংয়ের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে | শুক্রবার দুপুরে বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে বিজেপি নেতার মুচিপাড়ার বাড়ি | ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুচিপাড়া থানার বাইরে | ধৃতের শাস্তির দাবিতে স্লোগান তুলছেন তৃণমূল কর্মীরা| থানার বাইরে বিক্ষোভে শামিল বিজেপিও | ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। এক তরুণীর শ্লীলতাহানি ও ক্লাব ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল মুচিপাড়া থানা এলাকায় |
পরবর্তীতে তৃণমূলের তরফে থানায় অভিযোগ করা হয় বিজেপি নেতা তথা সন্তোষ মিত্র স্কোয়্যারের ক্লাব কমিটির অন্যতম সদস্য সজল ঘোষের বিরুদ্ধে| ভিতর থেকে দরজা বন্ধ থাকায় প্রথমে ঘরে ঢুকতে পারেনি পুলিশ | পরে দরজা ভেঙে পুলিশ ঢুকে পড়ে সজল ঘোষের বাড়িতে | তাঁকে কার্যত টেনে হিঁচড়ে বাড়ি থেকে মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হল | গোটা ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় মুচিপাড়া এলাকায় | ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। শুক্রবার সকাল থেকে ওই এলাকায় ফের উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় | সজলবাবু জানিয়েছন, ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই | মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে তাঁকে | এই ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষেরই অন্তত ১০ জন বলে খবর | স্থানীয় একটি ক্লাবে ব্যপক ভাঙচুর করা হয় | ওই ক্লাবের সদস্যরা বিজেপির সমর্থক বলে জানা যাচ্ছে | এদিকে সজলের বাবা প্রদীপ ঘোষ এ নিয়ে মুখ খুলেছেন| প্রসঙ্গত তিনি প্রথম দিকে কংগ্রেস ও পরে তৃণমূলের নেতা হন | তিনি কলকাতা পুরসভার মেয়র পারিষদ সদস্যও ছিলেন | তিনি বলেন, সজলকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *