নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- ফের করোনার ভুয়ো টিকাকরণ শিবির ধরা পড়ল রাজ্যে | এবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এক চিকিৎসেকর চেম্বার থেকে টাকার বিনিময়ে টিকা দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন এক ব্যক্তি | অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে খড়দহ থানার পুলিশ | অভিযুক্ত চিকিৎসককে জিজ্ঞাসাবাদ পুলিশের | জানা গিয়েছে, পানিহাটি ধানকল মোড়ের দু’নম্বর বিবেকানন্দ কলোনিতে ‘রুদ্র ক্লিনিক’ নামে একটি বেসরকারি ক্লিনিকে চেম্বার করেন ডাক্তার বিপ্লব রুদ্র | তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ৩০০ টাকার বিনিময়ে ক্লিনিক থেকে সকলকে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড দিচ্ছেন| পাশাপাশি পানিহাটি পুরসভা স্ট্যাম্প দেওয়া প্যাডে রোগীকে ভ্যাকসিনের সার্টিফিকেট দেওয়া হচ্ছে | এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ এবং পানিহাটি পুরসভা স্বাস্থ্যদপ্তরের অফিসাররা | সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরাও রীতিমতো অবাক | পানিহাটি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সোমনাথ দে বলছেন, ”এরকম ঘটনা ঘটেছে, তা জানতাম না | ওই চিকিৎসক আমাদের পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের | তবে উনি নিজের চেম্বারে এভাবে ভ্যাকসিন দিচ্ছিলেন | দেখতে হবে, ওই ভ্যাকসিনগুলি আসল কোভিশিল্ড কি না | পাশাপাশি উনি কোথায় পুরসভার স্ট্যাম্প দেওয়া পেপার পেলেন, তা আদৌ পুরসভারই কি না, তাও দেখতে হবে |”তদন্তে নেমে ওই টিকাকরণের কোনও অনুমোদন ছিল কি না তা জানার চেষ্টা করছে পুলিশ | অনুমোদন না থাকলে কী টিকা সেখানে দেওয়া হচ্ছিল তা নিয়েও প্রশ্ন উঠছে |