Breaking News

শুরু হচ্ছে পোস্তা ব্রিজের বিপজ্জনক অংশ ভাঙার কাজ,দেড় মাস বন্ধ থাকবে বিবেকানন্দ রোডের একাংশ, ঘুরপথে চলবে গাড়ি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পোস্তা বাজার থেকে হাওড়া ব্রিজের পোস্তা উড়ালপুলের অংশটি ভাঙা হয়েছে | এবার দ্বিতীয় পর্যায় ভাঙার কাজ শুরু হবে | আগামী ২৭ আগস্ট থেকে গণেশ টকিজ থেকে গিরিশ পার্ক পর্যন্ত যে অংশটি সবচেয়ে বিপজ্জনক সেটি ভাঙার কাজ দ্রুত শুরু করতে এই সিদ্ধান্ত | আগামী ২৭ তারিখ থেকে তাই ওই বাকি বিপজ্জনক অংশের ভাঙার কাজ চলবে| তাই বিবেকানন্দ রোড অর্থাৎ হাওড়া থেকে উত্তর ও মধ্য কলকাতায় ঢোকার গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ থাকবে | তাই তীব্র যানজটের আশঙ্কা রয়েছে | ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর ভেঙে ফেলা হবে পোস্তা উড়ালপুল| সেই মতো ১৪ জুন থেকে শুরু হয়েছিল উড়ালপুল ভাঙার প্রথম পর্যায়ের কাজ | সেজন্য বন্ধ ছিল পোস্তা মোড় পর্যন্ত রাস্তা | সেই কাজ সম্পূর্ণ হয়েছে | এবার শুরু হবে দ্বিতীয় পর্যায়ের ভাঙার কাজ | এদিন এই বিষয়ে আলোচনা হয় | বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল, ডিজি দমকল-সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম| সেখানেই দ্বিতীয় দফায় পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে |এই বিষয়ে পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন,’প্রথম দফায় ৪৫ দিন ধরে পোস্তা বাজার থেকে হাওড়া ব্রিজের মুখ পর্যন্ত অংশ ভাঙার কাজ হয়েছে | ভাঙার কাজের জন্য রাস্তা খারাপ হয়েছে | তাই কাজ শেষ হওয়ার পর প্রথম দফায় যে অংশে কাজ হয়েছে, সেখানকার রাস্তার মেরামত করবে কলকাতা পুরসভা | তারপর বর্তমানে বন্ধ থাকা ওই রাস্তার অংশটি খুলে দেওয়া হবে | দ্বিতীয় দফায় কাজের পরও যেখানে রাস্তা ক্ষতিগ্রস্ত হবে, তা পুরসভার পক্ষ থেকেও সারিয়ে দেওয়া হবে |’
২৭ আগস্ট থেকে ৪৫ দিনের জন্য বিবেকানন্দ রোডের একাংশ বন্ধ রাখা হবে | গণেশ টকিজ থেকে গিরীশ পার্ক পর্যন্ত রাস্তায় চলবে না গাড়ি | পাশাপাশি এই এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে | রাস্তার দুধারে রয়েছে পুরনো বাড়ি| ব্রিজ ভাঙার সময় কম্পন ধরতে পারে | তাই বাড়ির দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে | বিবেকানন্দ রোড বন্ধ থাকায় কোনদিকে দিয়ে গাড়ি গুলি যাবে, কিংবা বিকল্প পথ কী হবে? তা কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা করে আগামী ২৭ তারিখ রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *