প্রসেনজিৎ ধর :- শিলিগুড়িতে ‘যুব সংকল্প যাত্রা’ শুরুর আগেই পুলিশি বাধা|শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ ৩০ জনকে গ্রেফতার করা হল | এদিন সকালে জেলা বিজেপির কার্যালয় থেকে ‘শহিদ সম্মান যাত্রা’ শুরু হওয়ার কথা ছিল | দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার সময় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ | এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ির হাসমি চক | মঙ্গলবার সকাল ৮ টায় শিলিগুড়ির হাসমি চকে ‘যুব সংকল্প যাত্রা’ শুরুর কথা ছিল | স্বাভাবিকভাবেই মঙ্গলবার ভোর থেকে জমায়েত শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা | কিন্তু করোনা পরিস্থিতির দোহাই দিয়ে কর্মসূচিতে বাধা দেয় পুলিশ | সাফ জানানো হয়, এই মুহূর্তে কোনওরকম জমায়েত করা যাবে না | প্রতিবাদে সুর চড়ান বিজেপি কর্মীরা | পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জডিয়ে পড়েন তাঁরা | এর জেরেই ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি | বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, ‘আজ রাজ্যে যা অবস্থা, তা দেখে আমার দুঃখ হয় | বাংলার চারজন মন্ত্রী হয়েছে, এটা গর্বের বিষয়|’ কয়েকজন কর্মীকে আটক করে শিলিগুড়ি থানার পুলিশ | কর্মীদের পাশে দাঁড়িয়ে তাঁকেও গ্রেফতারির দাবি জানান বিধায়ক শংকর ঘোষ | জানা গিয়েছে, পুলিশের তরফে তাঁকে বোঝানোর চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি | কর্মীদের পাশে দাঁড়াতে জোর করে পুলিশের গাড়িতে উঠে পড়েন |
পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও অনুমতি ছাড়াই কোভিড পরিস্থিতিতে বিজেপির তরফে কর্মসূচির আয়োজন করা হয়েছিল | সেই কারণেই গ্রেফতারি | প্রসঙ্গত, এদিনই বিজেপির তরফে মৃত কর্মীদের শ্রদ্ধা জানাতে শহিদ সম্মান যাত্রার আয়োজন করা হয়েছে | বিজেপির সদর দফতর থেকে এই কর্মসূচির সূচনা করবেন সুভাষ সরকার | এই কর্মসূচিতে শামিল হবেন সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা, শান্তনু ঠাকুর এই ৪ মন্ত্রী বলে খবর |