Breaking News

করোনা পরিস্থিতিতে আগামী বছরও উচ্চ মাধ্যমিক বাতিল হলে কি হবে? ঘোষণা নয়া সংসদ সভাপতির!করোনা পরিস্থিতিতে আগামী বছরও উচ্চ মাধ্যমিক বাতিল হলে কি হবে? ঘোষণা নয়া সংসদ সভাপতির!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনার কারণে আগামী বছরও খাতা-কলমে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে নতুন পদ্ধতিতে হবে মূল্যায়ন,জানালেন নব নিযুক্ত পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য | করোনার জেরে চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি | আগের ক্লাসে পাওয়া নম্বরের প্রেক্ষিতে মূল্যায়ন করে ফল প্রকাশ হয়েছে | গত বছর মার্চ মাস থেকে স্কুল বন্ধ থাকায় কোনও ক্লাসের পরীক্ষাই হয়নি | আগামী বছরও এই অবস্থা জারি থাকলে মূল্যায়ন কীভাবে হবে তা নিয়ে উদ্বিগ্ন সব মহল | সিবিএসই দশম এবং দ্বাদশ-এর পরীক্ষার দিন ঘোষণা করে দিয়েছে | আইসিএসই বোর্ড ঘোষণা করেছে তারা বছরে দু’টি সেমিস্টারের করবে | দু’টি দিল্লি বোর্ডের তুলনায় রাজ্যে বেশ কয়েকগুণ বেশি পরীক্ষার্থী মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে বসে | সংসদ সূত্রে খবর, মূল্যায়ন পদ্ধতির প্রস্তাবের খসড়া যাবে স্কুলশিক্ষা দফতরে | নবান্নের সায় মিললে তা ঘোষণা হবে |এ প্রসঙ্গে চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‌এবছর একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি | আগামী বছরও একই অবস্থা থাকলে উচ্চমাধ্যমিকের কীভাবে মূল্যায়ন হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে | মূল্যায়ণ পদ্ধতি আরও স্বচ্ছ ও আধুনিক হবে |’ যদিও এখনও আগামী বছরের জন্যে পরীক্ষার কোনও তারিখ প্রকাশ করা হয়নি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ | পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে দাবি সংসদের | তবে যদি এমন পরিস্থিতি থাকে তাহলে নতুন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে | এদিকে সংসদের সভাপতি মহুয়া দাসকে ১২ আগস্ট সরিয়ে দায়িত্ব পান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য | উচ্চমাধ্যমিকের রেজাল্ট বিতর্কের জের এবং ছাত্রীর ধর্মীয় পরিচয় উল্লেখ করায় বিতর্ক তৈরি হয়| আর তার জেরেই সরিয়ে দেওয়া হল মহুয়া দাসকে, এমনটাই মত ওয়াকিবহল মহলের | আপাতত দু’টি দায়িত্বেই বহাল থাকবেন চিরঞ্জীব ভট্টাচার্য |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *