Breaking News

ব্যাপক রদবদল তৃণমূলে,হুগলী জেলা সভাপতি দিলীপ যাদবকে সরিয়ে দেওয়ায় ক্ষোভ দলের নিচু তলার কর্মীদের মধ্যে!

নিজস্ব সংবাদদাতা,হুগলী :- সোমবার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদে রদবদল করা হয়েছিল রাজ্যে জুড়ে |আর সেই রদবদলের জেরে হুগলী জেলা সভাপতি দিলীপ যাদবকে সরিয়ে দেওয়া হয়েছে| আর তারপর থেকেই থেকে হুগলী জেলার নিচু তলার তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে | বিধানসভা নির্বাচন মেটার পরই দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এবার তৃণমূলে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি কার্যকর হতে চলেছে| ফলে বহু তাবড় তাবড় মন্ত্রী ও সাংসদ সাংগঠনিক পদ হারাতে পারেন, এমন সম্ভাবনা তৈরি হয়েছিল | বাস্তবেও তাই হল | জেলা সভাপতি পদ হারালেন অনেকে | আর তাই হুগলী জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল দিলীপ যাদবকে| যার জেরের ক্ষোভের সঞ্চার হয়েছে তৃণমূলের নিচু তলার কর্মীদের মধ্যে |তৃণমূলের অধিকাংশ কর্মীদের বক্তব্য,যেভাবে দিলীপ যাদবকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাতে তারা হতাশ | তাদের বক্তব্য যখন লোকসভা নির্বাচনের পর এই জেলায় অনেক কর্মীরা মনোবল হারিয়ে ফেলেছিল সেই সময় জেলায় কর্মীদের মনবল চাঙ্গা করে সংগঠন তৈরি করেছিল দিলীপ যাদব | বিভিন্ন বিধানসভা এলাকায় তৃণমূল পিছিয়ে পড়েছিল ফলে হতাশা দেখা দিয়েছিল সাধারণ কর্মীদের মধ্যে| কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে দিলীপ যাদবের নেতৃত্বে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস দুর্দান্ত ফল করেছে | যদিও দিলীপবাবু পুড়শুড়া কেন্দ্রে নির্বাচনে দাঁড়িয়ে হেরে যান | কর্মীদের প্রশ্ন এক ব্যক্তি এক পদ যদি হয় তবে কিন্তু দেখা যাচ্ছে আমাদের জেলাতে তো বেশ কয়েক জন বিধায়ক তারা বিধায়ক থাকা সত্ত্বেও সাংগঠনিক পদে রয়েছেন| অথচ এবারের নির্বাচনে দিলীপ যাদব যেভাবে দল পরিচালনা করেছেন এবং লোকসভা নির্বাচনে দলের ব্যর্থতার পর তৃণমূল কংগ্রেস যেভাবে আবার এই জেলায় ঘুরে দাঁড়িয়েছে তারপরও দলের ওপর তলার নেতারা যেভাবে একজন যোগ্য কাজের লোককে সরিয়ে দিল তাতে কিন্তু সংগঠনের প্রভাব পড়বে | তৃণমূলের নিচু তলার তৃণমূল কর্মী পাপ্পু সিং বলেন, দিলীপদা আমাদের এলাকায় অনেক কাজ করেছেন চেয়ারম্যান থাকাকালীন | উনি মানুষের বিপদে সব সময় পাশে থাকেন | বিধানসভা ভোটে যেখানে হুগলিতে ১৮ টি আসনের মধ্যে ১৪ টি আসন ওনার নেতৃত্বে হুগলিতে এসেছে সেখানে ওনার মতো মানুষকে সরিয়ে দেওয়া ঠিক হল না | প্রসঙ্গত, গত ১৬ দিন আগে এই জেলার আরামবাগ মহকুমার বিভিন্ন অংশ ভয়াবহ বন্যার কবলে পড়ে | যখন মানুষ অসহায় অবস্থায় ছিল সেই সময়ে দিলীপবাবু দিনরাত এক করে তাদের পাশে ছিলেন | কর্মীদের বক্তব্য যদিও আমরা তৃণমূল করি দলের নির্দেশ তা আমাদের মানতে হবে তা সত্বেও বলতে হবে কাজের লোককে যোগ্য সম্মান দেওয়া হল না|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *