Breaking News

বিধানসভার স্পিকারের কাছে সময় চেয়েছেন মুকুল রায়,মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে আগামী সপ্তাহেই হাইকোর্টে শুভেন্দু!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দলত্যাগ মামলার শুনানিতে স্পিকারের কাছে হাজিরা এড়ালেন মুকুল রায় | মঙ্গলবারই বিধানসভার স্পিকারের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল মুকুলের | কিন্তু এদিন তিনি চিঠি দিয়ে স্পিকারকে জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা ভাল নয় | তাই তাঁকে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য আরও একমাস সময় দেওয়া হোক | অন্যদিকে বাংলায় দলত্যাগ বিরোধী আইন বলবৎ করার আর্জি নিয়ে আগামী সপ্তাহেই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারীরা | বিষয়টি মঙ্গলবারই স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা |রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শিশির অধিকারীও এক মাসের জন্য সময় চেয়েছিলেন উত্তর দেওয়ার জন্য| এবার কার্যত সেই পথেই হাঁটতে চাইলেন দলত্যাগী মুকুল রায় |গত ১১ই জুন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন | এরপরই তাঁর এই দলত্যাগকে চ্যালেঞ্জ জানিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে ৬৪ পাতার চিঠি দেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী| এ নিয়ে শুনানিও শুরু হয় | দ্বিতীয় শুনানিতে স্থির হয় ১৭ই অগস্টের মধ্যে মুকুল রায়কে উত্তর জানাতে হবে | কিন্তু সেই উত্তর দেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার আগেই মুকুল রায় চিঠি দিয়ে জানিয়ে দিলেন উত্তর দেওয়ার জন্য এক মাস সময় দিতে হবে| এদিন শুভেন্দু অধিকারী বলেন, “দলত্যাগ বিরোধী আইন নিয়ে সংবিধানে নির্দিষ্ট ধারা রয়েছে | যেখানে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সময়টা খুব গুরুত্বপূর্ণ | সংক্ষিপ্ত সময়ের মধ্যে এর সমাধান করতে হবে | আমরা আগামী সপ্তাহে হাইকোর্টে যাচ্ছি | বিরোধী দলনেতা হিসাবে আমি যাচ্ছি | গত ১০ বছরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমান অধ্যক্ষের সময়কালে এই আইন কার্যকর করা হয়নি | গাজলের বিধায়ককে নিয়ে ২৩ বার শুনানি করেও তা সম্পূর্ণ হয়নি | এই নিয়ে আমাদের সবরকম অভিজ্ঞতা রয়েছে | তাই এবার আমরা আদালতেরই দ্বারস্থ হতে চলেছি | দ্রুত দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে অধ্যক্ষের নিষ্পত্তি ফলাফল ঘোষণা করাকে সামনে রেখেই আমরা আদালতের কাছে আর্জি জানাব |” যদিও এ প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আদালতের দরজা সবার জন্য খোলা রয়েছে| যে কেউ আদালতে যেতে পারেন আমি নিয়ম মেনে এগোচ্ছি | চেয়ারের পবিত্রতা বজায় রাখার জন্য যা করার করব | আমাকে তো সবাইকে ন্যাচারাল জাস্টিস দিতে হবে |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *