Breaking News

‘লক্ষ্মীর ভাণ্ডার’-র ফর্ম বিলি নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা, মালদহের সাহাপুর হাইস্কুলে ‘পদপিষ্ট’ ৯ জন

নিজস্ব সংবাদদাতা, মালদহ :- লক্ষ্মীর ভাণ্ডার’-র ফর্ম তোলাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা মালদহে | প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কমপক্ষে ন’জন আহত হয়েছেন বলে জানা গেছে | তাঁদের মধ্যে দুটি শিশু এবং চারজন মহিলা আছেন | তৃতীয়বার ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ১৬ আগস্ট থেকে রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম | সেই মতোই জেলায় জেলায় শুরু হয়েছে ক্যাম্প | সব ক্যাম্পেই ভিড় করছেন অগণিত মানুষ | ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে| বুধবার পুরাতন মালদহের সাহাপুর হাই স্কুলে লক্ষ্মীর ভাণ্ডার’-র ফর্ম তোলার শিবিরে মহিলাদের হুড়োহুড়িতে ঘটল বড় ধরনের বিপত্তি | এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ক্যাম্প শুরুর আগেই হাজারেরও বেশি মহিলা ভিড় জমিয়েছিলেন সেখানে | ভোর থেকেই অনেকে লাইন দিয়েছিলেন | বেলা বাড়তেই ভিড় বাড়তে থাকে | পুলিশের দাবি, সেখানে উপস্থিত পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা ভিড় নিয়ন্ত্রণ করছিলেন| কিন্তু স্কুলের গেট খোলার পরই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা | কে আগে কাউন্টারের কাছে পৌঁছবেন সেটা নিয়ে শুরু হয়ে যায় হুড়োহুড়ি | সেই সময় ভিড়ের চাপে পড়ে যান বহু মানুষ| পদপিষ্ট হয়ে যান কমপক্ষে ৯ জন | গুরুতর জখম হন তাঁদের মধ্যে অনেকেই | আহত কয়েকজনকে নিয়ে যাওয়া হয় মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় | ওই স্কুলের মধ্যেই কারও কারও প্রাথমিক চিকিৎসা করা হয় | সব মিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় | পুলিশ ও প্রশাসনের তরফে ইতিমধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয় | ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মালদহ সাহাপুর এলাকায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *