Breaking News

এবার ইন্সস্টিটিউট বেসড জয়েন্ট প্রবেশিকার নিয়ম পরিবর্তনে বিকল্প পথে যাদবপুর বিশ্ববিদ্যালয়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ইন্সস্টিটিউট বেসড জয়েন্ট প্রবেশিকার নিয়মে আসতে চলেছে বড়সড় পরিবর্তন | প্রবেশিকা পরীক্ষা আর নেওয়া হবে না | ফলে একান্ত নিজস্ব উদ্যোগে ৩টি শহরে পরীক্ষা নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় | শহরগুলি হল কলকাতা, শিলিগুড়ি এবং দুর্গাপুর | সূত্রের খবর,ওএমআর শিটের মাধ্যমে নেওয়া হবে পরীক্ষা | সেখানে থাকবে ৫০টি প্রশ্ন | আর প্রতিটি প্রশ্নের মার্ক হবে ২ করে | ফলে মোট পরীক্ষা হবে ১০০ নম্বরে | সেইসঙ্গে থাকবে নেগেটিভ মার্কিংও (১/৪) | মূলত পরীক্ষার্থীদের কথা ভেবেই তিনটি শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে | বিশেষ করে অতিমারির এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পরীক্ষার্থীদের যেন বেশি দূরে আসতে না-হয় সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘সান্ধ্যকালীন ইঞ্জিয়ারিং বিভাগের প্রবেশিকা পরীক্ষা, এতদিন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কনডাক্ট করত| কিন্তু এই বছর থেকে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে, পরীক্ষাগুলো ওরা আর কনডাক্ট করবে না, | তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনটি শহরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব | সেগুলি হল কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর | যাতে পরীক্ষার্থীদের বেশি ট্রাভেল করতে না হয়|’প্রসঙ্গত, গত বছর কোভিড কালে হয়েছিল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা | পরীক্ষার ২০ দিনের মাথায় ফল প্রকাশ হয়েছে | প্রথম হয়েছেন রহড়া রামকৃষ্ণ মিশন স্কুলের পাঞ্চজন্য দে | শহরের এই খ্যাতনামা বিশ্ববিদ্যালয় | গতবছর করোনা পরিস্থিতিতেও হয়েছিল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা | তবে এবার ইন্সস্টিটিউট বেসড জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিল যাদবপুর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *