Breaking News

“দিদির উপর ভরসা করলে কপালে তালিবানের গুলি খেতে হবে” দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সবার নজর এখন আফগানিস্তানের দিকে | সেখানে তালিবানরা যেভাবে ক্ষমতার দখল নিয়েছে, দেশটিতে যেভাবে নিপীড়ন ও অবাধ হত্যালীলা চালাচ্ছে তা দেখে স্তম্ভিত বিশ্ব | সেদেশের ভয়াবহ পরিস্থিতি দেখে আঁতকে উঠেছে বিশ্ব| তালিবানের দেশে আটকে বাংলারও বহু মানুষ | তাঁদের ঘরে ফেরা নিয়ে রীতিমতো সংশয়ে পরিবার | এই পরিস্থিতিতে মোদির উপর ভরসা রাখার পরামর্শ দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ|তার সঙ্গে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে| বৃহস্পতিবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেড়িয়ে দিলীপবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘আফগানিস্তানে বাংলার ২০০জন আটকে পড়েছেন | তাঁদের ফেরানোর চেষ্টা করা হচ্ছে|| লকডাউনের সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেশবাসীকে ফেরানোর ব্যবস্থা করেছিলেন| এবারও তিনিই ব্যবস্থা করবেন ভরসা রাখুন | মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করলে তালিবানদের গুলিতে মৃত্যু নিশ্চিত|আফগানিস্তানে যাঁরা আটকে রয়েছেন তাঁদের ফিরিয়ে আনতে সচেষ্ট কেন্দ্র সরকার| মোদিজি ঠিক সকলকে ফিরিয়ে আনবেন | আবারও বলছি, মোদির ওপর ভরসা করুন | দিদির উপর ভরসা করলে তালিবানদের গুলি খেতে হবে |’ দিলীপ ঘোষের এহেন মন্তব্যকে ঘিরেই এখন তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজ্যের সামাজিক ও রাজনৈতিক মহলে | এই মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ | তিনি বলেন, “বাংলার সরকারের হাতে যদি বিদেশ দফতর, প্রতিরক্ষা দফতর এবং আন্তর্জাতিক বিমান থাকত, তাহলে আমরাও নিয়ে আসতাম | আমাদের সরকার সকলকে ফিরিয়ে আনত | সাংবিধানিক কাঠামোয় আমাদের কেন্দ্রীয় সরকারকে লিখতে হচ্ছে | কেন্দ্রে যাঁরা থাকবেন, তাঁদের করতে হবে| মোদি-দিদি করার দরকার নেই |” আফগানিস্তানের পরিস্থিতি এখন রীতিমত ভয়াবহ | এখন তালিবানরা গোটা আফগানিস্তান দখল করে নিতেই সেখানের আটকে পড়েছেন নানা দেশের মানুষ | তাঁদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সব থেকে বেশি | কয়েক হাজার ভারতীয়কে মোদি সরকার ইতিমধ্যেই দেশে ফিরিয়ে এনেছেন। তবুও এখনও প্রায় ২০০ ভারতীয় নাগরিক সে দেশে আটকে রয়েছেন | তাঁদের মধ্যে বাংলার বাসিন্দার সংখ্যা প্রায় ২০০ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *