নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা ‘মাদার ডেয়ারি’র নাম পাল্টে করা হচ্ছে ‘বাংলা ডেয়ারি’ | বুধবার নবান্নে মাদার ডায়েরির নাম পরিবর্তনের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু সবকিছুই বাংলায় হচ্ছে, বাংলায় দুধ, ডিম, ফল, হাঁস ও মুরগি উৎপাদনে জোর দিচ্ছে, তাই আমি চাই মাদার ডেয়ারির নাম পরিবর্তন হোক | এমনিতে মাদার ডেয়ারি নামের কোনও আপত্তি নেই কিন্তু যেহেতু বাংলার একটা বিশাল অবদান আছে তাই এবার থেকে বাংলা ডেয়ারি নাম দেওয়ার কথা আলোচনা করেছি আমরা | এতে বাংলার লাভ হবে |’ অর্থাৎ এবার থেকে মাদার ডায়েরি লেখা দুধের প্যাকেট আর পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাবে না | পরিবর্তে প্যাকেটের গায়ে লেখা থাকবে বাংলা ডায়েরি | নাম বদলে আরও কিছু দিন সময় লাগবে | এ নিয়ে প্রধান সচিব ও মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর | মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘বাংলা ডেয়ারি বাংলার সঙ্গে সম্পর্কিত | এখন মাদার ডেয়ারি নামেই চলছে। কিন্তু আর তা চলবে না|”পরোক্ষভাবে বাংলার কৃষকবন্ধু তথা দুগ্ধ উৎপাদনকারীদের জন্য এটি নিতান্তই সুখবর | এতে রাজ্যের নিজস্বতা বজায় থাকবে বলে জানিয়েছেন অনেকে | মাদার ডেয়ারি যেটা তৈরি হয়েছিল ১৯৭৪ সালে, হল একটি পুরোপোরি নিজস্ব সহায়ক একটি কোম্পানি এবং এটি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি) এর অধীনে রয়েছে |