Breaking News

‘মাদার ডেয়ারি’র নাম পরিবর্তন নিয়ে খড়গপুরের চা-চক্রে এসে ফের রাজ্য সরকারকে নিশানা দিলীপ ঘোষের!

প্রসেনজিৎ ধর :- শুক্রবার, খড়গপুরের চা-চক্রে এসে ফের রাজ্য সরকারকেই নিশানা করলেন বিজেপি নেতা | ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় গতকালই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট | যা নিঃসন্দেহে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেছে বঙ্গ বিজেপি | সেই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে, মাদার ডেয়ারি প্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন দিলীপ ঘোষ | নবান্ন থেকে একটি বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বাংলার সমস্ত উপাদান নিয়ে চলা ‘মাদার ডেয়ারি’র নাম পরিবর্তন করা হবে| জনপ্রিয় সংস্থা ‘মাদার ডেয়ারি’ নাম ভালো কিন্তু বাংলার কৃষক কিংবা চাষিদের দুধ দিয়ে তৈরি তাই ‘বাংলা ডেয়ারি’ নামে নামকরণ হবে | আর সেই ঘোষণাকেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ |শুক্রবার নিজের পুরানো বিধানসভা এলাকায় গিয়ে চা চক্রে যোগদান করেন | সেখানেই ফের একবার মুখ্যমন্ত্রীকে কারণ ছাড়াই আক্রমণ করেন দিলীপ ঘোষ | ‘মাদার ডেয়ারি’ নামকরণ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়ে তিনি জানিয়েছেন, ‘মাদার ডেয়ারির টাকাও এ বার খেতে হবে এই সরকারকে! যেখানে যেভাবে পারছে টাকা খেয়ে বেড়াচ্ছে |’ ভোটপরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়ে দিলীপবাবু বলেছেন, ‘সিবিআই তো সবে মামলা হাতে পেয়েছে | পুলিশ ছুঁলে আঠারো ঘা, আর সিবিআই ছুঁলে কত ঘা তা এ বার বুঝতে পারবে| গায়ের জোর দেখিয়ে কোনও লাভ হবে না | ভুলে যাবেন না, আমরা মাদার ডেয়ারি নয়, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি |’ ১৯৭৮ সালে দেশে প্রথম পথ চলা শুরু করে ‘মাদার ডেয়ারি’ | শুরুতে এই সংস্থার দেখভাল করত ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড | কিন্তু ১৯৮২ সালে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সিদ্ধান্ত নেন, পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের দুধ উৎপাদনকারীরাই মাদার ডেয়ারিতে দুধ সরবরাহ করবেন| ১৯৯৬ সালে রাজ্য সরকার মাদার ডেয়ারিকে অধিগ্রহণ করে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *