দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার প্রকাশ্যে এলো ভুয়ো‘নাসার এজেন্ট’ | এই পরিচয় দিয়েই একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছেন স্মার্ট যুবতী | অভিযোগ, এয়ারপোর্ট এলাকায় এক যুবতী নিজেকে নাসা ও ডিআরডিও’র এজেন্ট পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন | মধুমিতা সাহা নামে ওই যুবতীকে গ্রেফতার করে পুলিশ | শুক্রবারই ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় | পুলিশ সূত্রে খবর, কথাবার্তায় তুখোর এই যুবতী প্রযুক্তিতে চোস্ত, স্মার্ট লেডি | হরিয়ানার বাসিন্দা নরেন্দ্র সিং নামে এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় মধুমিতা সাহার | মধুমিতা নিজেকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এজেন্ট বলে পরিচয় দেন | এমনকী নাসার এজেন্টও বলেন নিজেকে | সুপার অ্যান্টিক মেটাল ডেলিভারি এজেন্টের কাজ করে তিনি | এই কথাই বলা হয়েছিল নরেন্দ্র সিংকে | অত্যন্ত কম খরচে এই অ্যান্টিক মেটাল তিনি পাইয়ে দিতে পারেন বলেও দাবি করেছিলেন | পুলিশকে এই অভিযোগ করেছেন নরেন্দ্র | নরেন্দ্র এই প্রলোভনের ফাঁদে পড়েন | তখন তাঁর কাছ থেকে দফায় দফায় কয়েক লক্ষ টাকা নেন ওই তরুণী |নারায়ণপুর থানা এলাকার ডিরোজিও কলেজে এই টাকা লেনদেন হয় দু’পক্ষের মধ্যে বলে অভিযোগ | কিন্তু কোনও জিনিসই ওই ব্যক্তি পাননি | একাধিকবার মধুমিতার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হন | মোবাইল ফোনটি বন্ধ করা ছিল |তখন প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী ব্যক্তি | নারায়ণপুর থানায় মধুমিতা সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন|
তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট এলাকা থেকে মধুমিতা সাহাকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে নগদ ২২,০০০ টাকা উদ্ধার হয় | একই সঙ্গে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা–সহ একাধিক ধারায় মধুমিতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ | ধৃত মহিলার সঙ্গে আর কে কে এই চক্রের সঙ্গে জড়িত সেটা জানতে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে | পুলিশের অনুমান, বড়সড় কোনও প্রতারণা চক্র রয়েছে এর পিছনে | সরাসরি নাসার এজেন্ট পরিচয়ে প্রতারণার ঘটনা এর আগে ধরা পড়েছে বলে মনে করতে পারছেন না তদন্তকারীরা |