নিজস্ব সংবাদদাতা, মালদহ :- মহরমের মিছিলে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া মালদহে | শুক্রবার সকালে মালদহের ইংরেজবাজার এলাকার মিলকি আটগামা গ্রামে মহরমের মিছিল বের করেছিলেন স্থানীয়রা | ওই মিছিলে একটি উঁচু তাজিয়া রাস্তার উপরে থাকা হাইভোল্টেজ তারে লেগে যায়, সঙ্গে সঙ্গেই তড়িদাহত হন প্রায় ১০ জন | সূত্রের খবর, একজনের মৃত্যু হয়েছে কলকাতায় আনার পথে| অনেকেই ছিটকে পড়েন আশেপাশে, বেশ কয়েকজন ঝলসে যান | ঠিক কী হয়েছে প্রথমে কেউ ধরতে পারেননি | ফলে আহতদের উদ্ধার করতে গিয়েও অনেকে বিদ্যুৎপৃষ্ট হয়েছেন | পরে সকলেই বুঝতে পারেন রাস্তার উপরে হাইভোল্টেজ তারে ঠেকে গিয়েছে তাজিয়ার ওপরের অংশ | এরপরই শুরু হয় উদ্ধার কাজ | আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে | জানা গিয়েছে, তাঁঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক | এদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক থাকায় তাঁকে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসকরা | কিন্তু কলকাতায় নিয়ে যাওয়ার পথে মহন্মদ হাসিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলেই সূত্রের খবর | পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল প্রায় সাড়ে আটটার নাগাদ মহরম উপলক্ষে একটি মিছিল বের হয়েছিল | সেই সময় ওই এলাকায় ১১,০০০ ভোল্টের বিদ্যুতের তারে তাজিয়ার ওপরের অংশে থাকা স্টীলের রডের সংযোগ ঘটে | তাতেই এই বিপত্তি হয়েছে | মহরমের দিনে এমন ঘটনায় মালদহের মিলকি আটগামা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে |