Breaking News

দিলীপের উত্তরসূরি কে?সঙ্ঘের বৈঠকে উঠল উত্তরের ২ নেত্রী ও সাংসদের নাম!

প্রসেনজিৎ ধর :- রাজ্য বিজেপি সভাপতি হিসাবে মেয়াদ ফুরোচ্ছে দিলীপ ঘোষের | সেক্ষেত্রে বঙ্গ বিজেপির ব্যাটন এবার কার হাতে থাকবে, তা নিয়েই জোর চর্চা রাজনৈতিক মহলে | এবার সঙ্ঘের অন্দরেও শুরু হল তৎপরতা | বাংলার প্রচারকদের নিয়ে বৈঠক করলেন আরএসএসের উচ্চপদস্থ ভি ভাগাইয়া | ১৬ এবং ১৭ অগাস্ট ওই বৈঠক হয়েছে কলকাতার কেশব ভবনে|সেখানে রাজ্য বিজেপির নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে খবর | মনে করা হচ্ছে, যেহেতু উত্তরবঙ্গে বিজেপির শক্তি বেশি তাই এবার রাজ্য বিজেপির ক্ষমতাও যেতে পারে সেখানে | ইতিমধ্যেই উঠে আসছে উত্তরবঙ্গের দুই নেত্রীর নাম | উঠে আসছে দিলীপের পছন্দের এক সাংসদের নামও | ঘটনাচক্রে তিনিও উত্তরবঙ্গেরই নেতা| কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার দেবশ্রী চৌধুরী ইতিমধ্যেই আরএসএসের পছন্দের তালিকায় রয়েছেন | সূত্রের খবর, গত ১৬ ও ১৭ অগস্ট কলকাতায় আরএসএসের নেতা ভি ভাগাইয়া এসে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন এ ব্যাপারে | যেখানে আরএসএস এর ঘরের মেয়ে তথা রায়গঞ্জের সাংসদের নাম স্বাভাবিকভাবেই উঠে আসে | অন্যদিকে উত্তরের আর এক নেত্রীর নামও ঘোরাফেরা করছে| তিনি হলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী | নাম উঠে এসেছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়েরও | যদিও দিলীপ ঘোষের দিল্লি সফরে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলার পরবর্তী সভাপতি নিয়ে বর্তমান সভাপতির মতামত জানতে চেয়েছিলেন | সূত্রের খবর, সেসময় দিলীপ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কথা বলেছিলেন | আগামী ২৪ অগস্ট দিল্লিতে বিজেপি এবং আরএসএসের সমন্বয় কমিটির বৈঠক | সেখানে জেপি নাড্ডা ছাড়াও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির থাকার কথা রয়েছে |
সূত্রের খবর, সেই বৈঠকেও বাংলার পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হতে পারে | তবে শেষ পর্যন্ত কে হবেন দিলীপ ঘোষের উত্তরসূরী, সেই সিদ্ধান্ত অবশ্য নেবে ভারতীয় জনতা পার্টি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *