Breaking News

বরানগরে পরিত্যক্ত পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ, আহত ৩, তদন্তে পুলিশ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শনিবার দিনে দুপুরে বরানগরে এক পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়াল | ওই পরিত্যক্ত বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল | জখম অন্তত তিনজন | কীভাবে পরিত্যক্ত ফাঁড়িতে বোমা এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | সূত্রের খবর, বরানগর কুটিঘাট এলাকায় ওই বাড়িটিই একসময় বরানগর থানা ছিল | ১৬ বছর আগে ওই বাড়ি থেকে থানা সরিয়ে বিটি রোডের ধারে নতুন বিল্ডিংয়ে সরিয়ে নিয়ে আসা হয় | এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল | সম্প্রতি বাড়িটি বিপজ্জনক আখ্যা দিয়ে সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়েছিল বরানগর পুরসভা | এরপর স্থানীয় বাসিন্দাদের আপত্তিতে ভেঙে ফেলার কাজ শুরু করে পুরসভা| শনিবার সেই কাজই চলছিল| কয়েকজন শ্রমিক একটি পাঁচিল ভাঙার কাজ করার সময় আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ হয় |ছিটকে পড়েন কয়েকজন শ্রমিক | তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা | পুলিশ ফাঁড়ির পরিত্যক্ত ঘরে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী | খবর দেওয়া হয়ে বম্ব স্কোয়াডকেও | ফরেনসিক দলকেও জানানো হয়েছে বিষয়টি |কীভাবে ওই পরিত্যক্ত ঘরের মধ্যে বোমা এল, তা খতিয়ে দেখা হচ্ছে | প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,বরানগর ফাঁড়ির মালখানায় বাজেয়াপ্ত করে রাখা বোমাই বিস্ফোরণ হয়েছে | যদিও বাজেয়াপ্ত হওয়া বোমা সেই সময় কেন নিষ্ক্রিয় করা হয়নি, তা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে | খবর পেয়ে সেখানে যায় স্থানীয় কাউন্সিলরও | ঠিক কী কারণে এই বিস্ফোরণ সেটা খতিয়ে দেখছে পুলিশ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *