প্রসেনজিৎ ধর, কলকাতা :- আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে রাখীবন্ধন উৎসব | এই রাখীবন্ধনের মধ্যে দিয়েই সম্প্রীতির বার্তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস | তাই আফগানিস্তান থেকে যারা কলকাতায় এসেছেন, তাঁদের রাখী পরিয়ে পাশে থাকার বার্তা দিল তৃণমূল কংগ্রেস | উত্তর ২৪ পরগণার দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের কাবুলিওয়ালাদের রাখী পরিয়ে দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেস কর্মীদের | এছাড়া বাগুইআটিতে সমস্ত আফগান কাবুলিওয়ালাদের আমন্ত্রণ জানানো হয়েছে | সেখানে ট্যাবলোর মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হচ্ছে | আর তাঁদের পরিয়ে দেওয়া হচ্ছে রাখী | এখানে বসবাসকারী আফগানদের হাতেও মহিলারা রাখী পরিয়ে দেন | আর এই রাখী পরিয়ে দিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়েছে | এখানে দেখা গেল বেশ কিছু অভিনব রাখীর|যে রাখীগুলির উপরে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি | আর তলায় লেখা রয়েছে দিল্লি চলো | সেই রাখীও পরানো হয় আফগান ভাইদের হাতে | এখানে রাখী বন্ধনের অনুষ্ঠানটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল |কেউই ভাবতে পারেননি, হঠাৎ করে এতটা অশান্ত হয়ে উঠবে আফগানভূম| কিন্তু নিমেষে কার্যত গোটা আফগানিস্তান তালিবানদের দখলে চলে গিয়েছে | বদলে গিয়েছে সেখানকার পরিস্থিতি। সে দেশে আটকে থাকা মানুষের জীবনযাপন যেমন দুর্বিসহ হয়ে উঠেছে, একইভাবে এই বাংলায় থাকা আফগানিদের চোখে মুখেও আতঙ্ক | আফগানিস্তানের এই উত্তাল সময়ে সেরকমই কিছু মানুষকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দিলেন দক্ষিণ দমদম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা শ্রীমতী কস্তুরী চৌধুরী |