নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর :- রাখীবন্ধনের দিনই মর্মান্তিক দুর্ঘটনা,পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় দুর্ঘটনার কবলে পড়ল একটি ফুটবল টিম | এখনও পর্যন্ত যে খবর মিলেছে তাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে | এই দুর্ঘটনার জেরে জখম হয়েছেন আরও ১৪ জন | গড়বেতা থেকে উত্তর বিল যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে | গাড়িতে ছিলেন ২০ জন ফুটবলার | তাঁরা সবাই দিওয়ানি গ্রামের বাসিন্দা বলে খবর |স্থানীয় সূত্রে খবর, গড়বেতার দেওয়ানি গ্রাম থেকে ২০ জনের একটি ফুটবল টিম খেলতে যাচ্ছিল বাঁকুড়ার বাগডোবা গ্রামে | তাঁরা রওনা দেন একটি ম্যাটাডোরে চড়ে | দুপুরবেলা সন্ধিপুরে খালের উপর দিয়ে যাওয়ার সময় পুলে ওঠার জন্য বাঁক নিতেই দুর্ঘটনা ঘটে | চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় গাড়িটি | রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় ম্যাটাডোর | ঘটনাস্থলেই একসঙ্গে তিনজনের মৃত্যু হয় | আহত আরও ১৪ জন| আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৬ জন এবং বিষ্ণুপুর হাসপাতালে ৮ জনকে ভর্তি করা হয়েছে | পুলিশ সূত্রে খবর, এই গাড়িটির গতি তুলনায় বেশি ছিল | তাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে | যার জন্য চেষ্টা করেও ঠেকানো যায়নি দুর্ঘটনা | দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে এগিয়ে আসেন| পুলিশও ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে; আহতদের দেখতে গড়বেতা হাসপাতালে যান বিধায়ক উত্তরা সিং হাজরা | আহত ও নিহতরা প্রত্যেকেই দিওয়ানি গ্রামের বাসিন্দা বলেই জানা গিয়েছে | রাখি বন্ধনের দিন এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় নেমেছে শোকের ছায়া | সকলের সুস্থতা কামনা করছেন স্থানীয়রা|