Breaking News

নর্দমার জলে ভাসছে শতাধিক আধার কার্ড !সিউড়ির ৭ নম্বর ওয়ার্ডের টিনবাজারের ঘটনা

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- নর্দমার জলে ভাসছে প্রায় শতাধিক আধার কার্ড | ড্রেন পরিষ্কার করতে গিয়ে ভেসে উঠল কার্ড | এলাকার একটি নর্দমা পরিষ্কারের কাজ চলছিল | পুরসভার সাফাই কর্মীরা নর্দমা থেকে কাদা তুলে পাড়ে রাখছিলেন | এমন সময় তাঁদের কোদালে উঠে এল শয়ে শয়ে আধার কার্ড, যা দেখে চক্ষু ছানাবড়া সাফাইকর্মীদের | মঙ্গলবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি বীরভূমের সিউড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিনবাজার এলাকায় | স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে নর্দমা পরিষ্কার করার সময় সাফাইকর্মীরা জল-কাদা থেকে শতাধিক আধার কার্ড উদ্ধার করেন| কার্ডগুলি বেশ কয়েকটি বাণ্ডিল করে ফেলে দিয়েছে কেউ বা কারা| তবে কার্ডগুলি আসল না নকল সেটা এখনও জানা যায়নি | কার্ডগুলি উদ্ধারের পরই খবর যায় শিউড়ি থানায় | পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায় | পুলিশ সূত্রে জানানো হয়েছে, কার্ডগুলি আসল না নকল সেটা জানার চেষ্টা চলছে | ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ির টিনবাজার এলাকায় | স্থানীয় এক বাসিন্দার কথায়, “আমরা আজ সকালে এসে দেখি নর্দমার মধ্যে থেকে কার্ড ভেসে আসছে | এরকম কার্ড বেরিয়ে এলে তো চিন্তা | যে বা যাঁরা এই কাজ করেছেন তা অত্যন্ত অন্যায় |”ঘটনায়, ইতিমধ্যেই সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী | পুলিশ জানিয়েছে, খুব দ্রুত ঘটনাটির নিষ্পত্তি করা হবে | সিউড়ির ব্লক উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, এখনও এইধরনের কোনও অভিযোগ এসে জমা হয়নি | তবে, এমন ঘটনা ঘটে থাকলে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *