দেবরীনা মণ্ডল সাহা :-করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাইক্রো কনটেনমেন্ট জোন ফিরিয়ে আনল দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন | জেলার গোসবা ও বিষ্ণুপুর-২ ব্লকে নতুন করে কোভিড সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হয়েছে | আর তাই এই ২টি ব্লকের ৭টি জায়গায় প্রশাসন মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে | কোভিডের প্রথম ঢেউয়ের সময় থেকেই দেখা যাচ্ছে, সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে প্রধান এলাকা হয়ে উঠছে কলকাতা ও উত্তর ২৪ পরগণা |এর পাশাপাশি থাকছে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হুগলি জেলাও। সোমবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে যে কোভিড তথ্য তুলে ধরা হয়েছে তাতে দেখা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৭৮৬টি সক্রিয় কোভিড কেস রয়েছে | তার জেরেই জেলা প্রশাসন ফের জেলায় মাইক্রো কনটেইনমেন্ট জোন ফিরিয়ে আনলো বলে জানা গিয়েছে | সব মিলিয়ে এই মুহূর্তে জেলায় মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা দাঁড়াল ৫৬ | বিশেষ করে পর্যটনকেন্দ্র, জেটি ঘাট ও স্টেশন সংলগ্ন এলাকা গুলোতে কড়া নজরদারি চালানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে নতুন করে রাস্তায় নামতে হল পুলিশ প্রশাসনকে | নামখানা ব্লক প্রশাসনের উদ্যোগে তথ্য সংস্কৃতি দফতরের লোকশিল্পীদের বিভিন্ন রকমের সাজিয়ে সতর্কতামূলক প্রচার চালানো হয়েছে বকখালি পর্যটন কেন্দ্রে | বিশেষ করে পর্যটনকেন্দ্র, জেটি ঘাট ও স্টেশন সংলগ্ন এলাকা গুলোতে কড়া নজরদারি চালানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে নতুন করে রাস্তায় নামতে হল পুলিশ প্রশাসনকে | একই সঙ্গে জেলায় থাকা পর্যটনকেন্দ্র, জেটি ঘাট ও স্টেশন সংলগ্ন এলাকা গুলিতেও কড়া নজরদারি চালানোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে জেলা প্রশাসনকে তবে অনেকেই বলছেন লোকাল ট্রেনে যে ভাবে গাদাগাদি করে ভিড় হচ্ছে তাতে করে জেলায় কোভিডের সংক্রমণের সংখ্যা কমার সম্ভাবনা নেই| বাসেও কার্যত একই ছবি | তাই কোভিড ঠেকাতে জেলার জনতা চাইছেন টিকাকরণে গতি আনা হোক |