প্রসেনজিৎ ধর :- ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, “সাতবছর হয়ে গেছে এতদিন যাননি কেন? উনি এখন বসে আছেন দিদি কখন প্রধানমন্ত্রী হবেন, তারপর ঘাটাল মাস্টার প্ল্যান হবে |” দিলীপ ঘোষ তিনি আরও বলেন, “তৃণমূল ১০ বছর ক্ষমতায় আছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন কিছু ভাবেননি? ওখানে পঞ্চাশ শতাংশ টাকা রাজ্যকে দিতে হবে | সেটা দিতে উনি রাজি নন | মোদি করে দেবেন আর দিদি নাম কামাবেন? এটা চলতে পারে না|” প্রসঙ্গত, আগামী মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে রাজ্য | সূত্রের খবর, ঘাটাল মাস্টারপ্ল্যান ছাড়াও সুন্দরবন, দিঘা মাস্টার প্ল্যান নিয়েও আলোচনা হবে। এই বৈঠককেই কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি | প্রসঙ্গত, ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের গিয়ে মাস্টার প্ল্যান নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে নির্দেশ দেন কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে | এমনকী, সুন্দরবন, দিঘা মাস্টার প্ল্যানের নিয়েও আলোচনা করার নির্দেশ দেন তিনি | এরপরই কেন্দ্রের কাছে সময় চান সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র | মঙ্গলবার আলোচনার জন্য কেন্দ্রের তরফে সময় দেওয়া হয় |