নিজস্ব সংবাদদাতা :- নিজেদের ঘোষিত অবস্থানের বদল ঘটালো কেএলও বা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন | এতদিন পৃথক রাজ্যের দাবি জানিয়ে এসেছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন| এবার সেই দাবি থেকে সরে দাঁড়াল এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি | এবার আর রাজ্য নয়, সরাসরি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে ভিডিও বার্তা দিল তারা | দাবি না মানলে সরাসরি সশস্ত্র আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়ে রাখল কেএলও|১৯৯৫ সালে আলিপুরদুয়ারের উত্তর হলদিবাড়ি গ্রামের বাসিন্দা তোমির দাস ওরফে জীবন সিংহের হাত ধরে তৈরি হওয়া এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি এতদিন ধরে বাংলা আর অসমের কিছু এলাকা নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি জানিয়ে আসছিল | কিন্তু এখন তাঁরা পৃথক রাজ্য গঠনের দাবি ছেড়ে দিয়ে পৃথক রাষ্ট্র গঠনের দাবি তুলেছে | সেই মর্মেই জীবন ভিডিও বার্তা দিয়েছেন তাঁর অনুগত ও বিশ্বস্ত পাভেলের মাধ্যমে | বৃহস্পতিবার রাতে নিজেদের ফেসবুক পেজে নয়া ভিডিও পোস্ট করেছে কেএলও | সেখানেই দেখা গেছে পাভেলকে জীবনের বার্তা পাঠ করতে | পাভেল আবার ভিডিও-তে নিজেকে কেএলও-র বিদেশ সচিব হিসেবে পরিচয় দিয়েছে | সঙ্গে জানিয়েছে, উত্তরবঙ্গের সাতটি জেলা, নেপালের কিছু অংশ, বিহারের কিষানগঞ্জ সংলগ্ন কিছু এলাকা, অসম ও মেঘালয়ের বেশ কিছু এলাকা ও বাংলাদেশের রংপুর এলাকা নিয়ে স্বাধীন কামতাপুর রাষ্ট্র গঠন করতে চায় কেএলও | ইতিহাসে যে কোচবিহার রাজ্যের উল্লেখ ছিল, তার যা সীমা তার পরিসর মেনেই স্বাধীন কামতাপুর রাষ্ট্র তৈরি করা হবে| দাবি না মানা হলে সশস্ত্র সংগ্রামের পথে হাঁটবে তাঁরা | কার্যত এই দাবি থেকেই বোঝা যাচ্ছে যে কেএলও’র পিছনে বড়সড় আন্তর্জাতিক হাত রয়েছে | যা শক্তি চাইছে ভারতকে ভেঙে টুকড়ো টুকরো করে দিতে | যদিও সে প্রচেষ্টা এযাবৎ কাল কখনই সফল হয়নি | তাই কেএলও যে তাঁদের লক্ষ্যে কোনওদিনই পৌঁছাতে পারবে না সেটা ধরেই নেওয়া হচ্ছে | তবে বাংলার প্রশাসনের দুশ্চিন্তা বাড়লো | কেননা যে সশস্ত্র সংগ্রামের কথা কেএলও বলেছে তার জেরে উত্তরবঙ্গের পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে | রক্ত ও জীবন ঝরতে পারে | যা উত্তরবঙ্গের অর্থনীতি ও পর্যটন শিল্পকে আঘাত দেবে | কেএলও’র এই দাবি নিয়ে বিজেপিকে বিঁধেছেন কোচবিহারের তৃণমূল সভাপতি গিরিন্দ্রনাথ বর্মণ | তিনি বলেছেন, ‘কিছুদিন আগেই বিজেপিও একই দাবি জানিয়েছিল | মনে হচ্ছে, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখেই পৃথক রাষ্ট্রের দাবি জানিয়েছে কেএলও | তবে রাজ্যস্তরে নেতৃত্ব যা বলবে সেই অনুযায়ী কর্মসূচি নেব আমরা |’ যদিও তৃণমূলের এহেন দাবি খারিজ করে দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব |