প্রসেনজিৎ ধর :-সম্প্রতি ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায় বর্মন তাঁর দলবল নিয়ে কলকাতায় এসেছেন | তৃণমূল সূত্রে খবর, তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন সুদীপ | সেই থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কী সুদীপ ফের তৃণমূলে যোগ দিচ্ছেন | ত্রিপুরার দখলের উদ্দেশ্যে ঝাঁপিয়েছে তৃণমূল | সেই লড়াইয়ের দায়িত্ব তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ত্রিপুরার বিজেপিতে ভাঙন শুরু হয়েছে বলে দাবি তৃণমূলের | দলীয় কর্মীরা অনেকেই গেরুয়া শিবির ছেড়েছে বলে খবর সামনে এসেছে। এবার কি তবে সুদীপ রায় বর্মনের পালা? জোরালো হচ্ছে জল্পনা | সুদীপ রায় বর্মন বিজেপিতে থাকলেও তাঁর সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সম্পর্ক ভালো নয় | এর আগে তৃণমূল নেতা মুকুল রায়ের হাত ধরেই সুদীপ রায় বর্মন তৃণমূলে যোগ দিয়েছিলেন | বিজেপি ছেড়ে ফের যখন মুকুল রায় তৃণমূলে চলে আসেন, তখন সুদীপবাবুও ফিরে আসার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে | সুদীপবাবুর সঙ্গে আরও একজন বিধায়ক কলকাতায় এসেছেন বলে জানা গিয়েছে | কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সুদীপবাবুর বৈঠক করার কথা রয়েছে | তবে কবে এই বৈঠক হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি |