Breaking News

স্নাতকোত্তরের সমস্ত ফি মকুব,করোনা আবহে ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-করোনার জেরে কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরের সমস্ত ফি মকুব করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ |কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ফি মকুবের সিদ্ধান্তে উপকৃত হবেন স্নাতকোত্তরের সাড়ে ১২ হাজার পড়ুয়া| উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায় জানিয়েছেন, “অতিমারিতে অনেক পরিবারের আয় কমেছে, অনেক ছাত্র-ছাত্রী অভিভাবক হারিয়েছেন | সেকথা মাথায় রেখে আমরা সমস্ত ফি মকুব করছি|”কোভিডের জেরে গত দেড় বছর ধরে বন্ধ রাজ্যের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় | কিন্তু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছ থেকে প্রত্যেকটি সেমেস্টারের টিউশন ফি নিচ্ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় | তার জেরেই একাধিক ছাত্র সংগঠন সরব হয়েছিল টিউশন ফি মকুব করার জন্য| গত কয়েক দিনে একাধিক বার ছাত্র সংগঠনগুলিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপচার্যের দ্বারস্থ হয়েছিল | তাদের দাবি ছিল, কোভিড আবহে যখন বিশ্ববিদ্যালয় বন্ধ, কোনপ ক্লাস হচ্ছে না, তখন কেন এই টিউশন ফি নেওয়া হবে | এ নিয়ে বৃহস্পতিবার বামপন্থী ছাত্র সংগঠন ডিএসও একটি ডেপুটেশনও জমা দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে | এই স্মারকলিপি জমা দেওয়ার আগে অবস্থান বিক্ষোভও করে তাঁরা | সেদিনই সহ-উপাচার্য এই ছাত্র সংগঠনের সদস্যদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, এই দাবি মেনে নেওয়া হতে পারে | সেই মতো এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি সেমেস্টারের টিউশন ফি মকুব করা হচ্ছে | রাজ্যের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই এই দাবি জানাচ্ছে ছাত্র সংগঠনগুলি। তবে রাজ্যের মধ্যে এই প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিল | দেখবার বিষয় রাজ্যের অনান্য বিশ্ববিদ্যালয়গুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত মেনে নেয় না নেয় না | তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের শিক্ষাবিদরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *