দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ‘রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না | তাই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি | কিন্তু তাতে কোনও লাভ নেই | ইডি-সিবিআই দেখিয়ে আমাদের রোখা যাবে না |ইডি-সিবিআইকে ভয় পাই না | উল্টে আমাদের জেদ বেড়ে যাবে | এবার সব রাজ্যে খেলা হবে |’শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে ফের একবার শাহকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | বাংলায় বিধানসভা ভোটে জেতার পরেই আত্মবিশ্বাসী হয়ে ত্রিপুরা দখলে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল | আর তাতেই রক্তচাপ বেড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের | তৃণমূলকে রুখতে আসরে নেমেছে গেরুয়া গুণ্ডারা | ত্রিপুরার মাটিতে বারবার আক্রান্ত হতে হয়েছে তৃণমূল নেতৃত্বকে | কিন্তু গেরুয়া গুণ্ডাদের আক্রমণে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে পিছিয়ে আসবে না, তাও এদিন বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | তাঁর কথায়, ‘তৃণমূল বাংলায় আর সীমাবদ্ধ নেই | ত্রিপুরায় সংগঠন তৈরি শুরু করেছে | মাত্র এক মাস সংগঠন তৈরি শুরু হয়েছে | তাতেই বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে | মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন পা রাখবেন, সেদিন ত্রিপুরায় ভূমিকম্প হবে | বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ করছি, পারলে আটকাও |’ ত্রিপুরার বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ‘ত্রিপুরায় এখন গুণ্ডারাজ চলছে | প্রতিবাদ করলেই দরজায়-দরজায় গুণ্ডা পাঠিয়ে দিচ্ছে | কিন্তু বেশিদিন ওই গুণ্ডারাজ চলবে না | তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে ত্রিপুরার মানুষের দুয়ারে আর গুণ্ডা ঝাঁপাবে না| মানুষের দুয়ারে সরকার পৌঁছবে | কন্যাশ্রী, সবুজসাথী, রূপশ্রী পৌঁছবে |’ ত্রিপুরার সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আপনারা ভয় পাবেন না | আপনাদের অধিকার রক্ষায় তৃণমূল কর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে |’দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের সকালেই কয়লা পাচার কাণ্ডে তাঁকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য সমন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট| কিন্তু সেই সমনে তিনি যে আদৌ ভয় পাচ্ছেন না তা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় |