নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- এবার বিশ্বভারতীর আঙিনায় গেরুয়া সন্ত্রাসকে পাল্টা জবাব দিতে শুরু করল রাজ্যের শাসক দল | এদিনই বিদ্যুৎ চক্রবর্তীর চূড়ান্ত স্বেচ্ছাচারিতা আর গৈরিক সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বভারতীতে নিজেদের ইউনিট খুলল তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি | শুধু তাই নয়, প্রায় ৩ বছর বাদে এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সংগঠনের পতাকা উত্তোলন করা হল বিশ্বভারতীতে | তবে এই ঘটনা যে ঘটতে চলেছে সেটার আঁচ আগেই দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল| তিনিই জানিয়েছিলেন, ‘এ বার বিশ্বভারতীর ভিতরে ঢুকে রাজনীতি করা হবে |’ তারপরই এদিন প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করল তৃণমূল ছাত্র পরিষদ | এদিন বিশ্বভারতীর স্টেট ব্যাঙ্কের পাশে পতাকা উত্তোলন করা হয়েছে | সেই সঙ্গে গড়া হয়েছে ছাত্র পরিষদের নতুন ইউনিটও | বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীতে উপাচার্য হয়ে আসার পর থেকেই কার্যত সেখানে যাবতীয় সমস্যার সূত্রপাত | গত তিন বছরে বিশ্বভারতীতে কোনও কর্মসূচি নেয়নি তৃণমূল ছাত্র পরিষদ | এমনকি, তাদের কোনও ইউনিটও ছিল না সেখানে | কিন্তু এদিন থেকে সেই শূন্যস্থানও পূর্ণ হয়ে গেল | এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিশ্বভারতীতে কার্যত বিদ্যুৎকে আর গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ করে যে ইউনিট খুলেছে টিএমসিপি তার পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূলের মুখপাত্র জামশেদ আলি খান জানিয়েছেন, ‘উপাচার্য বিশ্বভারতীতে রাজনীতি শুরু করেছেন | এবার তাঁর দেখানো পথেই আমরা বিশ্বভারতীতে ঢুকে রাজনীতি করবো | দীর্ঘদিন পর আমরা বিশ্বভারতীতে ইউনিট তৈরি করলাম | অনুব্রত মণ্ডলের নির্দেশে আমরা এ বার উপাচার্যের একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নামব | আমরা রাজনীতি থেকে বিশ্বভারতীকে দূরে রাখার চেষ্টা করেছিলাম | কিন্তু উপাচার্যের গেরুয়াকরণের প্রবণতা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট গড়তে বাধ্য করল|’