প্রসেনজিৎ ধর, কলকাতা :- জল্পনার অবসান, অবেশেষে কংগ্রেস ছেড়ে তৃণমূলেই যোগ দিলেন প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র | রবিবার দুপুরে তৃণমূল ভবনে তৃণমূল সাংসদ মালা রায় এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুলের পতাকা হাতে তুলে নিলেন | তৃণমূলে যোগ দিয়ে তিনি বললেন, মমতা বন্দোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়েই আমি তৃণমূলে আসার সিদ্ধান্ত নিলাম | তাঁর দাবি, ‘মমতার পর আর দ্বিতীয় কেউ নেই |’ সূত্রের খবর, তাঁকে তৃণমূলের ‘বঙ্গ জননী বাহিনী’র গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হবে|
রবিবার দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় এবং চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করেন শিখা মিত্র | নয়না বলেন, ‘দু’হাত খুলে স্বাগত জানাচ্ছি শিখা বৌদিকে | অনেকে যোগ দিচ্ছেন |’ পরে শিখা বলেন, ‘তৃণমূলে নতুন করে যোগ দেওয়ার কোনও বিষয় নেই| আমি তো তৃণমূল ছাড়িনি | মতের বিরোধের কারণে সরে গিয়েছিলাম | সেটা হতেই পারে| মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে যেদিন সোমেন মিত্রের বিষয়ে খোঁজ নিয়েছিলেন, সেদিন ভালো লেগেছিল | (মমতা) বলেছিলেন, শিখাদি তুমি এস|’এদিন তৃণমূুলের পতাকা হাতে নেওয়ার পর শিখাদেবী বিজেপিকে কড়া বার্তা দিলেন | তিনি জানালেন, একটা সাম্প্রদায়িক দল সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে কেন্দ্রে সরকার গড়েছে | কিন্তু এই সরকার যদি থাকে, তাহলে দেশের পক্ষে খুব খারাপ, অন্ধকার দিন নেমে আসবে শিগগিরই | পরে তিনি বলেন, মমতা আমাকে যা দায়িত্ব দেবে সেটাই আন্তরিকভাবে পালন করব | তবে শিখার তৃণমূল যোগদান নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সরাসরি কোনও মন্তব্য করতে চাননি | তিনি বলেন, ‘বলার তো কিছু নেই | কংগ্রেসে এসেছিলেন | নিজের স্বামীকে নিয়ে শাসক দলে গিয়েছিলেন| আবার বেরিয়ে এসেছেন|’ সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘তিনি কোন দলে থাকবেন, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত |’