নিজস্ব সংবাদদাতা, কোচবিহার :- ফের কোচবিহারের চ্যাংরাবান্ধায় ভারত- বাংলাদেশ সীমান্তের কাছেই ভারত ভূখণ্ডের মধ্যে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির | স্থানীয় সূত্রে খবর, গরু পাচার রুখতে সীমান্ত এলাকায় আরও কড়া হয়েছে বিএসএফ | তবে সেই ফাঁক গলেও বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা গরু পাচারের ছক কষছে বলে অভিযোগ | জখম দুই বিএসএফ জওয়ানও | বিএসএফ সূত্রে খবর, মৃতদের শনাক্ত করা গিয়েছে | তাদের নাম ইউনুস আলি ও মহম্মদ সাগর | দু’জনের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য | বিএসএফ সূত্রে খবর, শনিবার গভীর রাতে মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে গরু পাচারের জন্য জমায়েত হয়েছিলেন ২ জন | গোপন সূত্রে বিএসএফের কাছে খবর ছিল | তাই ওই সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছিলেন জওয়ানরা | গভীর রাতে দেখা যায়, চ্যাংড়াবান্ধার ধরলা নদী সংলগ্ন খোলা সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি চোরাপথে ভারতে ঢোকার চেষ্টা করছে | এদিকে বিএসএফ তাদেরকে চ্যালেঞ্জ করলে পালটা তারা বিএসএফকে লক্ষ্য করে আক্রমণ করে বলে অভিযোগ | এরপরই বিএসএফ তার পাল্টা জবাব দেয় | গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে | মৃতদের নাম মহম্মদ ইউনুস, বাড়ি বাংলাদেশের পাটগ্রাম থানার ডাঙাপাড়ায় | অপর মৃত যুবকের নাম মহম্মদ সাগর | তার বাড়িও পাটগ্রামে | খোলা সীমান্ত এলাকা দিয়ে তারা সন্তর্পনে ভারতে ঢুকে পড়েছিল বলে অভিযোগ | এদিকে ঘটনার খবর পেয়েই জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ, ১৪৮ নম্বর ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড মোহিত কোঠিয়াল সহ পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা এলাকায় হাজির হন | মাথাভাঙায় ময়নাতদন্ত করার পর দেহদুটি বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হবে | প্রসঙ্গত এর আগেও এই খোলা সীমান্ত পথে পাচারের চেষ্টা হয়েছে বলে অভিযোগ |