নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- গাড়ি নিয়ে বেরিয়ে ট্রাফিক আইনের গেরোয় পড়ে ৫ হাজার টাকার চালান কাটা হয়েছিল | লোক আদালতে মামলাটি ওঠামাত্রই হল নিষ্পত্তি | জরিমানার অঙ্ক কমে দাঁড়াল এক হাজারে | হাসি ফুটল জলপাইগুড়ির এক গাড়ি চালকের মুখে | সফিকুল রহমান নামে ওই গাড়িচালক জানান, তাঁর গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় পাঁচ হাজার টাকা ফাইন করেছিল ট্রাফিক পুলিশ | আজ লোক আদালতের মাধ্যমে সেই ফাইন তিনি এক হাজার টাকায় মিটিয়ে নিতে পেরে খুব খুশি | এই ঘটনায় সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা বলেন, ‘ট্রাফিক ফাইন সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে আজকে এই লোক আদালতের আয়োজন করা হয়েছে | এখানে জেলার চারটি ট্রাফিক থানা থেকে প্রায় এক হাজার ফাইনের কেস নিষ্পত্তি হল |’ লোক আদালতে উপস্থিত ছিলেন আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক বসন্ত শর্মা, আইনজীবী ছোটু রায়, সদক ট্রাফিক ওসি বাপ্পা সাহা, হাইওয়ে ওসি সুজিত মিত্র-সহ অন্যান্য পুলিশকর্মীরা |জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, মাল ও ময়নাগুড়ি এই চারটি ট্রাফিক থানার প্রায় ১০০০টি ট্রাফিক জরিমানা সংক্রান্ত প্রাক মামলা নিষ্পত্তি হল এ দিন | বিচারক বসন্ত শর্মা বলেন, ‘এই ধরনের লোক আদালত মাঝেমধ্যেই বসার কথা | এর ফলে মানুষ প্রচুর সুবিধা পান | কিন্তু, করোনা মহামারীর কারণে প্রায় দু’বছর কাজ করা সম্ভব হয়নি |’