Breaking News

‘জগদ্ধাত্রী পুজো পার করে হোক উপনির্বাচন’‌, তথাগতর টুইটে চিন্তা বাড়ল শাসক দলের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এখনই বাংলায় উপনির্বাচন চায় না বিজেপি | এবার ফের জগদ্ধাত্রী পুজোর পর বাংলার উপনির্বাচন নিয়ে ট্যুইট করলেন তিনি | টুইটে তথাগত রায় লিখেছেন, ‘১৫ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় লোকাল ট্রেন চলবে না | জগদ্ধাত্রী পুজো পর্যন্ত উপনির্বাচনও হবে না |’ আর বিজেপি নেতার এই ট্যুইটের পরই ফের সিঁদুরে মেঘ দেখছেন শাসক দলের নেতারা | প্রসঙ্গত, কয়েকদিন আগে বিজেপির শীর্ষ নেতা তথাগত রায় ফেসবুক পোস্ট করেছিলেন, বাংলায় এখন থমথমে পরিবেশ তৈরি হয়েছে | এই পরিস্থিতিতে কি উপনির্বাচন করা উচিত? না, না, এই অবস্থাতে কোনও ঝুঁকি নেওয়া মোটেই উচিত নয়‌ | এই টুইটের পর পরিষ্কার হয়ে যায় এখন বাংলায় উপনির্বাচন চায় না বিজেপি | এবার তিনি লিখেছেন, ‘‌রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়ে ৭১৭, কলকাতায় বেড়ে ১২০–র কাছাকাছি | এখন উপনির্বাচন? এরপরে সেপ্টেম্বরে তো বন্যা হবেই! অক্টোবরে পুজো | নভেম্বর মাসের ৪ তারিখে কালীপুজো, ৬ তারিখে ভাইফোঁটা, ১০ তারিখে ছট, ১৩ তারিখে জগদ্ধাত্রী পূজা | এসব পার করে উপনির্বাচন, পুরনির্বাচন, সব হোক!’‌রবিবাসরীয় বিকেলে এই টুইট ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে | তৃণমূল কংগ্রেস নেতারা নিজেদের মধ্যে বলতে শুরু করেছেন, নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছে বিজেপি | না হলে এমন কথা বললেন কি করে বিজেপি নেতা | এমনিতেই তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে বিজেপি | না হলে বার বার দিল্লি গিয়ে কমিশনে কথা বলে এলেও কেন এখনও উপনির্বাচন নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে কমিশন | আগামী ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬ মাসের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে | নিয়ম অনুযায়ী মেয়াদ ফুরিয়ে আসার আগেই রাজ্যের কোনও বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে জিতে আসতে হবে কিন্তু সেই উপনির্বাচন নিয়ে তৃণমূলের তরফে দিল্লিতে নির্বাচন কমিশনে বার বার দরবার করা হলেও এখনও পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনও আশ্বাস মেলেনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *