নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি :- এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের রাজ্যে স্বাগত জানালেন | রবিবার শিলিগুড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বশর্মা বলেন, ত্রিপুরার পাশাপাশি দিদি যদি অসমে আসতে চান তাহলে তাঁকে স্বাগত | অসমে এলে উনি কামাখ্যা দর্শন করবেন, মায়ের পুজো দেবেন তারপর বাংলায় ফিরে আসবেন | তাছাড়া অসমে কোনও কাজ নেই দিদির|উনি অসমে গেলে বিজেপির সুবিধেই হবে, কারণ তৃণমূল ও কংগ্রেসের ভোট কাটাকাটিতে লাভবান হবে বিজেপিই | অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কার্যত তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে| তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগতে ছাড়েননি অসমের মুখ্যমন্ত্রী | তিনি বলেন, ‘একই সময়ে দুই রাজ্যে নির্বাচন হয়েছে | কিন্তু অসমে একটি বাড়িতেও পাথর পড়েনি | আর বাংলায় হাইকোর্টের নির্দেশে সিবিআইকে ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে আসতে হচ্ছে |’ প্রসঙ্গত, কিছুদিন আগে শিলিগুড়িতে মৃত্যু হয় অসমের প্রাক্তন বিধায়ক অলোক ঘোষের | রবিবার তাঁর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন বিশ্বশর্মা | অলোকবাবুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি |