প্রসেনজিৎ ধর :- সৌমিত্র খাঁর গড়ে বিজেপিতে ভাঙন | বিজেপি ত্যাগ করলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ | শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন তিনি | তাহলে কি এরপর সাংসদ সৌমিত্র খাঁর দলত্যাগ?জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে | অদূর ভবিষ্যতে বহু বিজেপি বিধায়ক ঘাসফুল শিবিরে যোগ দেবেন বলে জানিয়েছেন ব্রাত্য বসু | রাজ্যের বিজেপি বিধায়কের সংখ্যা দাঁড়াল ৭৩ | বিজেপি ত্যাগী বিধায়ক তন্ময় ঘোষের
দাবি, বাংলার সংস্কৃতি বিরোধী কাজ করছে বিজেপি|প্রতিবাদ জানাতেই তাঁর তৃণমূলে যোগদান | তৃণমূলে ফিরে তন্ময় ঘোষ বলেছেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে | কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে তারা বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে | তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা করেছেন তন্ময় | তিনি বলেছেন, জনকল্যাণমূলক কাজের জন্য সমস্ত রাজনৈতিক নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন |
প্রসঙ্গত,বিষ্ণুপুরের যুব তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি গত ৫ মার্চ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন| গত মে মাসে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দ্বিতীয় বিজেপি বিধায়ক হিসেবে তৃণমূলে যোগ দিলেন তিনি | এর আগে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় তৃণমূলে ফিরেছিলেন | দীর্ঘদিন ধরেই তৃণমূলের স্থানীয় নেতা ছিলেন ব্যবসায়ী তন্ময় | একাধিক ব্যবসার মালিক তিনি| হঠাৎ করে একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তন্ময় | গেরুয়া শিবিরে যোগদানের পরদিনই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয় | ভোটে জয়ও পান | গত তিন মাস ধরে বিজেপির বিধায়ক হিসেবে কাজ করছিলেন তিনি | স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই তন্ময় ঘোষের সঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শুভাশিস বটব্যালের যোগাযোগ বাড়ছিল | তারপরই হঠাৎ এই দলবদল |