Breaking News

১ তারিখ থেকে বদলাচ্ছে বেলুড় মঠে প্রবেশের সময়,জেনে নিন নতুন সময়সূচি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেই চলতি মাসে খুলেছে বেলুড় মঠের দরজা | সাধারণ ভক্তদের প্রবেশের জন্য বিধিনিষেধ বজায় রেখেই বেলুড় মঠের দরজা খোলা হয় | তবে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে বদলে যাচ্ছে প্রবেশের সময়| জানা গিয়েছে এবার থেকে পুরনো নিয়ম মেনেই সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ | বিকেলের সময়ে কিছুটা পরিবর্তন করা হচ্ছে বলে জানা গিয়েছে | বিকেলে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বেলুড়ে প্রবেশ করতে পারবেন ভক্তরা | তবে আগের মতোই প্রবেশের সময় কোভিডের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র ও আধার, প্যান অথবা ভোটার আইডির প্রতিলিপি দেখাতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ| করোনার দুটি ডোজ না থাকলে সঙ্গে রাখতে হবে ৭২ ঘণ্টা আগে করা কোভিড টেস্টের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট | গত ১৮ অগস্ট থেকেই খুলেছে বেলুড় মঠের দরজা | করোনা বিধি মেনেই চলছে ভক্তদের প্রবেশ | মঠের সন্ন্যাসী ও সেবাইতদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সমস্ত রকম বিধিনিষেধ বহাল রাখা হয়েছে | তবে আজ অর্থাৎ জন্মাষ্টমীর তিথিতে বন্ধ রাখা হয়েছে বেলুড় মঠের দরজা|| যেহেতু করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে, এর মধ্যে আজ বহু ভক্তের সমাগম হওয়ার কথা তাই এদিনের জন্য বন্ধ রাখা হয়েছে বেলুড় মঠ | আগামীকাল থেকে আবার নিয়ম মেনেই খোলা হবে এই দর্শনীয় স্থান জানিয়েছে কর্তৃপক্ষ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *