Breaking News

কর্মজীবন নিয়ে হতাশার জের,আত্মঘাতী সরকারি হাসপাতালের চিকিৎসক,অবন্তিকার মৃত্যুতে আদৌ কী দায়ী রাজ্যের স্বাস্থ্য নীতি! উঠছে প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-পদোন্নতি ও বদলি নিয়ে টানাপোড়েন জের | গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য |অবনন্তিকার মৃত্যুর জন্য সরাসরি রাজ্য সরকারের বদলি নীতিকে কাঠগড়ায় তুলেছেন | যদিও এখন পাল্টা দাবিও উঠেছে যে, অবন্তিকা ফেসবুকে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরকে আক্রমণ শানলেও আদতে পারিবারিক ও ব্যক্তিগত জীবনের টানাটানিতে হতাশায় ভুগছিলেন আর তার জেরেই মদ্যপ অবস্থায় আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন| ১৬ অগস্ট বেহালার বাড়িতে গায়ে অ্যালকোহল ঢেলে আগুন লাগিয়ে দেন কমিউনিটি মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য(৪০) |তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে | সেখানেই চিকিৎসা চলছিল তাঁর | কিন্তু শেষ রক্ষা হল না | সোমবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর | সেই ঘটনা ঘটানোর আগে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন অবন্তিকা | তাতে তিনি লিখেছিলেন ‘কী করলে শান্তি পাব… চাকরি থেকে ইস্তফা দিলে? আট বছর জেলায় চাকরি করার পরে আবার জেলাতেই বদলি… কোনও পদোন্নতি ছাড়াই… আর নিতে পারছি না |’ আট বছর কাজ করার পরে ডায়মন্ডহারবারে বদলি হয়েছিলেন অবন্তিকা | কোনও পদোন্নতি ছাড়াই এই বদলি তিনি মেনে নিতে পারেননি | এর জেরেই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন | এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে এক রাশ ক্ষোভপ্রকাশ করেছে চিকিৎসকরা | কিন্তু এখন সেই অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরাও | রাজ্যের স্বাস্থ্য দফররের আধিকারিকদের দাবি, অবন্তিকার মৃত্যর জন্য আর যাই হোক রাজ্য সরকারের বদলি নীতি দায়ী নয় | তাঁর ব্যক্তিগত জীবনও দায়ী | তাঁর স্বামী মুর্শিদাবাদের নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ | কিন্তু দুইজনের সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছিল | অবন্তিকার ৮ বছরের মেয়ে অটিজমে আক্রান্ত | সেই সব থেকেই দিন কে দিন ক্রমশ হতাশায় ভুগতে শুরু করে দিয়েছিলেন তিনি | সেই সঙ্গে শুরু হয়েছিল মদ্যপান | যার নিট রেজাল্ট গায়ে অ্যালকোহল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া | সেক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দফতর তাঁর মৃত্যুর জন্য কেন দায়ী হবে আর কেনই বা এই বদলি নীতি দায়ী হবে?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *