দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-ফের বাড়ল রান্নার গ্যাসের দাম | এর আগে গত ১৭ অগস্ট দাম বাড়ে রান্নার গ্যাসের | ২৫ টাকা বাড়ানো হয় গৃহস্থ গ্যাসের | এবার ১ সেপ্টেম্বর বাড়ানো হল রান্নার গ্যাসের দাম | ফের ২৫ টাকা বাড়ানো হল গৃহস্থ রান্নার গ্যাসের দাম| বুধবার থেকে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে দিতে হবে ৯১১ টাকা| প্রতি সিলিন্ডার পিছু ২৫ টাকা দাম বাড়ল | একলাফ দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার | একেবারে একধাক্কায় মাসের শুরুতে দাম বেড়েছে ৭৩.৫০ টাকা | যার ফলে কলকাতায় আগামিকাল থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হবে ১৭৭০ সঙ্গে যুক্ত ৭৩.৫০ টাকা অর্থাৎ ১৮৪০টাকা ৫০ পয়সা |
প্রতি মাসে এমনিতেই বাড়তে থাকে রান্নার গ্যাসের দাম | এর সঙ্গে চলতি মাসে দুবার বেড়েছে রান্নার গ্যাস যা চিন্তা বাড়িয়েছে আমজনতার | রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দাবি, বিশ্ব বাজারে গ্যাসের দাম বৃদ্ধি ও তার উৎপাদনের খরচ বেড়ে যাওয়াতেই এই মূল্যবৃদ্ধি | এই নিয়ে বারবার বিরোধী দলের তরফে কেন্দ্রকে আক্রমণ করা হলেও কোনও পদক্ষেপ নেয়নি বিজেপি সরকার | বিশ্ব বাজারে এই মুহূর্তে কমেছে অপরিশোধিত তেলের দাম | এর মাঝে ভারতে রান্নার গ্যাসের দাম বাড়ায় চিন্তা বেড়েছে আমজনতার|