Breaking News

দু’বছরের মধ্যে অন্ডাল বিমানবন্দরে আন্তর্জাতিক তকমা লাগবে,পানাগড়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলাকে শিল্পের গন্তব্যস্থল করতে গেলে চাই আরও বেশি বিমানবন্দর | তাই সেই কথা মাথায় রেখেই এদিন পানাগড়ের শিল্পতালুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন অন্ডালকে আগামী দু’বছরের মধ্যে আন্তজার্তিক বিমানবন্দরে পরিণত করা হবে | এদিন তিনি সরকারি মঞ্চ থেকে ঘোষণা করেছেন, ‘অন্ডাল বিমানবন্দরকে আগামী ২ বছরের মধ্যে আন্তর্জাতিক উড়ান চালানোর উপযোগী করে তোলা হবে | এই প্রকল্পের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে | কোচবিহার বিমানবন্দরের কাজও শেষ। বিমান চলাচল শুধু বাকি রয়েছে। মালদহ, বালুরঘাটেও বিমানবন্দর তৈরি করার প্রায় ৯৯ শতাংশ কাজ হয়ে গিয়েছে। এ রাজ্যে ৩০টি হেলিকপ্টার স্টেশন ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে |’ অন্ডাল বিমানবন্দর তৈরির জন্য পিপিপি মডেলে জমি অধিগ্রহণ করা হয়েছিল তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পরেই | পরবর্তীতে চুক্তির মাধ্যমে রাজ্য সরকার জমিদাতাদের ক্ষতিপূরণের কথা জানায় | দুর্গাপুর ও আসানসোল কিংবা পানাগড় ইন্ডাস্ট্রি এলাকায় কারখানা গড়তে এই অন্ডাল বিমানবন্দরের গুরুত্ব থাকবেই | তাই এদিন সেই বিষয়ে আলোকপাত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| প্রসঙ্গত, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের ক্ষমতায় আসার আগে অন্ডাল বিমানবন্দর তৈরির জন্য পিপিপি মডেলে জমি অধিগ্রহণ করা হয়েছিল | পরবর্তীতে চুক্তির মাধ্যমে রাজ্য সরকার জমিদাতাদের ক্ষতিপূরণের কথা জানায়| অন্ডালে কাজী নজরুল বিমানবন্দর চালুর পরও সেভাবে আয় না হওয়ায় তা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল | সেই জায়গা থেকে বিমানবন্দরটিকে ফের চাঙ্গা করে তুলতে রাজ্য সরকার হস্তক্ষেপ করে| অন্ডাল বিমানবন্দরের অধিকাংশ শেয়ার নিয়ে তা সরকারি নিয়ন্ত্রণাধীন করা হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *