প্রসেনজিৎ ধর :- রাজ্যে বর্তমানে কোভিড পরিস্থিতি স্থিতিশীল | ফলে উপনির্বাচনে তেমন কোনও বাধা নেই | বিশেষ করে যে সমস্ত কেন্দ্রে নির্বাচন ও উপনির্বাচন রয়েছে, সেগুলি প্রায় কোভিড শূন্য | আর তাই বাংলায় এখনই উপনির্বাচন করা হোক বলে মুখ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানালেন রাজ্যের নির্বাচনী আধিকারিক | করোনা পরিস্থিতিতে রাজ্যে উপনির্বাচন কীভাবে? এনিয়ে জল্পনা তুঙ্গেই ছিল | বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে দেশের একাধিক রাজ্যের মুখ্যসচিবদের ভার্চুয়াল বৈঠকে সেই ধোঁয়াশা কাটল অনেকটাই | বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে উপনির্বাচন নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী | ওই বৈঠকের পর কমিশন সূত্রে খবর, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কমিশন |আইসিএমআররের রিপোর্টের পরই এনিয়ে সন্তুষ্ট হন নির্বাচন কমিশনের আধিকারিকরা | এরকম এক অবস্থায় উপনির্বাচনের জন্য রাজ্যকে তৈরি থাকতে নির্দেশ দিল কমিশন | বুধবার দুপুরে ১৭টি রাজ্যের ডেপুটি সিইওদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার| সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের ডেপুটি সিইও পুজোর ছুটির কথা উল্লেখ করে দ্রুত নির্বাচনের পক্ষে সওয়াল করলেন | এর পরেই কমিশনের জানতে চান, রাজ্যে কোভিড পরিস্থিতি কী রকম? বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, পাশাপাশি দুর্গা পুজোর ছুটি কবে থেকে শুরু হচ্ছে সেই প্রশ্নও করেন তিনি | উত্তরে রাজ্যের নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, অক্টোবরের ১০ থেকে ২৪ তারিখ পর্যন্ত ছুটি থাকবে রাজ্য নির্বাচন দফতর | এদিকে বন্যা ও কোভিড পরিস্থিতিরও উন্নতি হয়েছে | ফলে এখনই ভোটের দিন ঘোষণা করে হলে কোনও অসুবিধা হবে না | এর ফলে নির্বাচনী বিধি আরোপ করার ২৪ দিনের মধ্যে ভোট করানোর যাবে | তাও আবার পুজোর আগেই | খুব শীঘ্রই রাজ্যে আসতে পারেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন | আজ ডেপুটি সিইওকে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন |w