Breaking News

নির্দেশ অমান্য,দায়িত্ব পেয়েই রাজ্যের নতুন ডিজি মনোজ মালব্যকে তলব হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কয়েকদিন আগেই রাজ্য পুলিশের কার্যনির্বাহী পদে নিযুক্ত হয়েছেন মনোজ মালব্য | এরই মধ্যে আদালতের নির্দেশ না মানায় তাঁকে তলব করলেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল | আগামী ২১ সেপ্টেম্বর কার্যনির্বাহী ডিজি মনোজ মালব্যকে আদালতের সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির তরফে| আদালত সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন মামলায় রাজ্যের আইনজীবী হাজির না থাকায় ক্ষুব্ধ হাইকোর্ট | বিশেষ করে জনস্বার্থ মামলা এবং চিটফান্ডের মামলায় সরকারি কৌঁসুলি হাজির না থাকায় বিরক্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ | জানা গিয়েছে দুটি ভুয়ো অর্থলগ্নিকারী সংস্থার বিরুদ্ধে মামলা চলছে কলকাতা হাইকোর্টে | সেই মামলার প্রেক্ষিতে সেই দুই সংস্থার প্রতিনিধিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির তরফে | তবে সেই নির্দেশ নাকি মানেননি রাজ্য পুলিশের ডিজি | পুলিশের তরফে আদালতে হাজির করা হয়নি সেই দুই সংস্থার কোনও প্রতিনিধিকেই | এমনি আজ ওই মামলার শুনানি চলাকালীন অনুপস্থিত ছিলেন সরকারি আইনজীবীও| তারপরই ডিজিকে আদালতে হাজির করার নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি | এদিকে জানা গিয়েছে, আদালতের এই নির্দেশিকার পাল্টা পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকারও | এই হাজিরার নির্দেশের পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবী আদালতে আবেদন করবেন যাতে ডিজির আদালতে হাজিরা থেকে রেহাই দেওয়া হয় | আবেদন জানানো হবে যাতে ডিজির বদলে অন্য কাউকে হাজিরা দিতে বলা হয় আদালতের তরফে | রাজ্য সরকার ডিজি-র যে তালিকা তৈরি করে, তা নিয়ে খোঁজ খবর শুরু করে অমিত শাহ-র দফতর | তারই চূড়ান্ত হয় মনোজ মালব্যের নাম | কিন্তু এইভাবে দায়িত্ব গ্রহণের পরই আদালতে হাজিরার নির্দেশের মুখে পড়তে হবে তাঁকে, সে ঘটনা একেবারেই নজিরবিহীন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *