Breaking News

‘সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক’,পিএসি নিয়ে রাজ্যপাল চিঠি দিলেন বিধানসভার অধ্যক্ষকে!

দেবরীনা মণ্ডল সাহা :- আবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের চিঠি |কিন্তু কি নিয়ে চিঠি দিলেন তিনি?‌ জানা গিয়েছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে মুকুল রায়ের মনোনয়ন নিয়ে অসন্তোষের চিঠি | আর এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য-রাজনীতি তপ্ত হয়ে উঠেছে | রাজ্যপাল জগদীপ ধনখড় ঠিঠিতে স্পিকারের উদ্দেশ্যে ‘পরামর্শ হিসেবে লিখেছেন, ‘সংসদীয় ব্যবস্থার মর্যাদা ধরে রাখতে সঠিক সিদ্ধান্ত’ করা হোক | বিষয়টি বিচারাধীন থাকায় নির্দিষ্ট কোনও মন্তব্য করতে চাননি স্পিকার | তবে হাইকোর্টে মামলা থাকা সত্বেও পিএসি নিয়ে রাজ্যপালের চিঠিতে বিস্মিত বিধানসভার সচিবালয় | বিধানসভার নিয়ম-নীতি অনুযায়ী, পিএসি বা তার চেয়ারম্যান পদে মনোনয়নের ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত | তাই মুকুল রায়কে মনোনীত করেছেন বিমানবাবু | বিজেপির প্রতীকে জিতে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছেন| তাই ওই পদে তাঁর মনোনয়নকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছে বিজেপি | বিজেপির অভিযোগ, পিএসি’র চেয়ারম্যান পদে সবসময় বিরোধী বিধায়কই থাকেন | মুকুল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় সেই পদে তাঁর মনোনয়ন সংসদীয় ব্যবস্থার মূল উদ্দেশ্য নষ্ট হচ্ছে | হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায় |সচিবালয়ের একাংশের মতে, বিধানসভার কাজে রাজ্যপালের অহেতুক অনুপ্রবেশের মনোভাবই ফের একবার প্রতিষ্ঠিত হল | তাঁরা মনে করেন, বিধানসভার পিএসি-সহ সব কটি কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারি কেবলমাত্রা অধ্যক্ষ| ফলে এ বিষয়ে বিধানসভায় চিঠি পাঠানোর অর্থ স্পিকারের কাজে হস্তক্ষেপ করা বলেই মনে করছেন তাঁরা | এই বিষয়ে রাজ্যপালের পাঠানো চিঠি সম্পর্কে স্পিকার বিমানবাবু বলেন, ‘বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে | তাই বিষয়টি সম্পর্কে কারও কিছু বলা উচিত নয় | রাজ্যপাল চিঠি দিয়েছেন | আমরা তার জবাব দেব|’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *