Breaking News

অসুস্থ মুকুল রায়, ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে,শুভ্রাংশুকে ফোন করে খবর নিলেন মুখ্যমন্ত্রী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়কে | তৃণমূল নেতার চিকিৎসায় তৈরি হয়েছে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড বলে সূত্রের খবর | ইতিমধ্যে মুকুলের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করেছিলেন মুকুল | তারপরই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়| এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে রাখা হয়েছে| মাসকয়েক আগেই করোনাভাইরাসে আক্রান্ত মুকুলের কী কী সমস্যা হচ্ছে, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা| সম্প্রতি মুকুলের শরীরটা ভালো যাচ্ছে না | তাঁর ডায়াবেটিসের সমস্যা আছে। শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রা ওঠানামা (চিকিৎসার সোডিয়াম-পটাশিয়াম ইমব্যালেন্স) করছে | সেই সংক্রান্ত বিভিন্ন উপসর্গও ধরা পড়েছে | সেজন্য জনসমক্ষেও তেমন তাঁকে দেখা যাচ্ছিল না| কোনও ঝুঁকি না নিয়ে মুকুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| সেখানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হবে|
সূত্রের খবর, এই খবর পাওয়ার পরই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুকে ফোন করে খবর নিয়েছেন| পরিবারের পাশে থাকার বার্তাও দেন তিনি | প্রসঙ্গত, একুশের নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে বিধানসভা ভোটে জিতে আসেন মুকুল রায় | এটাই তাঁর কোনও নির্বাচনে প্রথম জয়| তিনি জিতলেও বিধানসভায় পর্যুদস্ত হয়েছে বিজেপি | এরপরই তিনি বেসুরো হয়েছিলেন | পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে | কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পরই একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন মুকুল রায় | ফলে তাঁর শারীরিক ও মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন উঠে যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *