নিজস্ব সংবাদদাতা :- লোকাল ট্রেন বন্ধের জেরে নিত্যদিন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কৃষক থেকে সবজি বিক্রেতা, সাধারণ মানুষকেও| আর্থিক দুরাবস্থার মধ্যে দিন কাটছে কৃষক ও বিক্রেতাদের | তাঁদের কথা চিন্তা করে পূর্ব রেলকে চিঠি দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় | করোনা আবহে রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন | এই পরিস্থিতিতে জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে চলছে কিছু সংখ্যক স্টাফ স্পেশাল ট্রেন | তবে তাতে দুর্ভোগ তো কমছেই না বরং ভিড়ের চোটে মানুষের নাজেহাল অবস্থা | এই আবহে এবার কৃষকদের স্বার্থের কথা ভেবে যাতে একটি স্পেশাল ট্রেন চালানো হয়, সেই দাবি জানিয়ে পূর্ব রেল কর্তৃপক্ষকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় | মূলত বর্ধমান, হুগলি এবং নদিয়ার কৃষিজীবী মানুষের কথা ভেবে এই দাবি জানান লকেট| পূর্ব রেলকে পাঠানো চিঠিতে লকেট জানিয়েছেন, স্বাভাবিক পরিষেবা বন্ধ থাকার কারণে, সড়কের মাধ্যমে নিজেদের পণ্য অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কৃষকদের, তাছাড়া অনেক সময়ও লাগছে | হুগলি, বর্ধমান ও নদীয়া জেলায় দৈনিক বিপুল পরিমানে সবজি উৎপাদন হয় | তাই কাটোয়া-হাওড়া ও তারকেশ্বর হাওড়া শাখায় চালু করা হোক কৃষক-বিক্রেতা স্পেশাল ট্রেন | এর ফলে সুবিধা হবে কৃষক ও ছোট সবজি বিক্রেতাদের | করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বাস, মেট্রোর মতো গণপরিবহণ পরিষেবা স্বাভাবিক ভাবে চলবে | তবে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছেন তিনি | বর্তমানে স্পেশাল ট্রেনে করে শুধুমাত্র বিশেষ কয়েকটি পেশার সঙ্গে যুক্তরাই স্পেশাল ট্রেনে চড়তে পারেন |