প্রসেনজিৎ ধর,কলকাতা :- কয়লা কাণ্ডে অভিষেক-রুজিরার পর এবার তালিকায় যুক্ত হলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক | রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) | তাঁকে এই বিষযে নয়াদিল্লিতে তলব করা হয়েছে বলে সূত্রের খবর | সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, নোটিস পাঠিয়ে ইডি-র তরফে জানানো হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর দিল্লিতে সংস্থার দফতরে হাজিরা দিতে হবে মলয়কে| কয়লা পাচার-কাণ্ডে টাকাপয়সার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি | ইডির আধিকারিকদের দাবি, বাংলায় কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে তাঁরা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলেন যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত ছিল | তাদের জিজ্ঞাসাবাদ করেই মন্ত্রী মলয় ঘটকের নাম উঠে এসেছে | কাউকে দিয়ে মন্ত্রীর নাম লিখিয়ে নেওয়া হয়নি বা কাউকে মন্ত্রীর নাম বলতে বাধ্য করা হয়নি | ওইসব ব্যক্তিদের সঙ্গে ইডি আধিকারিকদের কথাবার্তা রেকর্ড রয়েছে যা প্রয়োজনে আদালতে পেশ করা হবে | সেই কারণেই দিল্লিতে মলয়বাবুকে তলব করা হয়েছে | যদিও ইডির তলব প্রসঙ্গে মুখ খুলতে চাননি মলয় ঘটক | বরং তিনি হতবাক বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন | প্রসঙ্গত, এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দিল্লিতে তাঁদের কার্যালয়ে ডাক পাঠিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে | ডাক পাঠিয়েছে রাজ্যের ৩ আইপিএস অফিসারকেও | রুজিরার তরফে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় | তাই ইডি কর্তারা যেন তাঁর বাড়িতে এসে কথা বলেন | অভিষেক অবশ্য দিল্লি চলে গিয়েছেন ইডি কর্তাদের মুখোমুখি হতে|