Breaking News

হাতির হানা অব্যাহত গোটা ঝাড়গ্রামে,আতঙ্কিত এলাকাবাসী!

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- ঝাড়গ্রাম জেলায় হাতির হানা দিনের পর দিন রোজকার ঘটনা হয়ে উঠেছে | হাতির হানায় অতিষ্ট গ্রামবাসী | হাতির হানায় ঘরবাড়ি ভাঙা, ফসল নষ্ট করে দেওয়া, হাতির হানায় মৃত্যু ক্রমশ লেগেই রয়েছে সারা জেলা জুড়ে | ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হানা কিছুতেই বন্ধ হচ্ছেনা, প্রতিনিয়ত হাতির উপদ্রব বেড়েই চলেছে | ঝাড়গ্রাম জেলা জুড়ে একটি হাতি যাকে জেলাবাসী তাঁর ডাকনাম দিয়েছে ‘রামলাল’ সে প্রতিনিয়ত জেলা জুড়ে ঘুরে বেড়াচ্ছে | বৃহস্পতিবার আচমকা ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি গ্রামপঞ্চায়েতের বারডাঙ্গা গ্রামে ঢুকে পড়ে এই দাঁতাল হাতিটি|হাতিটিকে দেখতে ভীড় করে সাধারণ মানুষ | হাতিটি চাষের জমির উপর দিয়ে যাওয়ার ফলে নষ্ট হচ্ছে ফসল এর ফলে চাষী এবং এলাকাবাসীদের মধ্যে বনদফতরের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হচ্ছে |গতকাল গ্রামবাসীরা বীর অফিস ঘেরাও করেছিলেন কিন্তু তারপরেও আজ সকালে হাতির আগমনে বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী| গ্রামবাসীদের দাবি, আমাদের এখানে হাতি দীর্ঘদিন হানা দিচ্ছে| প্রায়ই গ্রামে ঢোকে হাতি | দিনের পর দিন তাণ্ডব চালায় | বারবার বন দফতরকে বলেও কোনও সমাধান হচ্ছে না | আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *