Breaking News

একই যুবককে পরপর করোনা টিকার ৩টি ডোজ দিলেন নার্স, চাঞ্চল্য নাগরাকাটায়,অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টিকা-গ্রহীতা!

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- করোনা টিকাকরণে চরম গাফিলতির অভিযোগ উঠল জলপাইগুড়িতে | ফোনে কথা বলতে বলতে একই ব্যক্তিকে পর পর টিকার তিনটি ডোজ দিলেন নার্স | বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে নাগরাকাটা ব্লকের ধূপপাড়া স্বাস্থ্যকেন্দ্রের টিকাকরণ শিবিরে | পরপর তিনটি টিকা নিয়ে আচ্ছন্ন বোধ করতে থাকেন পেশায় রাজমিস্ত্রি পরিতোষ রায় | তাঁকে মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়| জানা গিয়েছে, মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের আঙ্গড়া ভাষা দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পরিতোষ রায় নামে ওই ব্যক্তি| ওই এলাকাতেই ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্রের পাশের একটি স্কুলে চলছিল ভ্যাকসিন ক্যাম্প| করোনা টিকার প্রথম ডোজ নিতে সেখানে গিয়েছিলেন পরিতোষবাবু। অভিযোগ, ওই শিবিরে কর্তব্যরত এক নার্স ভুলবশত পর পর টিকার তিনটি ডোজ দিয়ে দেয় ওই ব্যক্তিকে | বাড়ি গিয়েই অসুস্থ হয়ে পড়েন পরিতোষবাবু | সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে | বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন ওই ব্যক্তি | পরিতোষ রায় জানিয়েছেন, ফোনে কথা বলতে বলতেই টিকা দিচ্ছিলেন অভিযুক্ত নার্স | প্রথমবার টিকা দেওয়ার পরে দু’বার ওই ব্যক্তি বুঝতে পারেন তাঁকে ইনজেকশন দেওয়া হচ্ছে| নার্সকে প্রশ্নও করেন | তাঁর অভিযোগ, ওই নার্স জানিয়েছিলেন, কোনও সমস্যা হবে না | পাশাপাশি বিষয়টি কাউকে না জানানোর অনুরোধও করেন | এরপরই বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন পরিতোষবাবু | তবে হাসপাতালের সুপার জানিয়েছেন, বর্তমানে বিপন্মুক্ত পরিতোষ | ইতিমধ্যেই খোঁজ-খবর নিতে শুরু করেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা | অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে| কিন্তু ঘটনাটি যদি মিথ্যা প্রমাণিত হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে | জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্ত নার্সকে তলব করা হয়েছে হাসপাতালের তরফে | ঘটনার কথা অস্বীকার করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক | তাঁর দাবি, এরকম কিছু হতেই পারে না|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *