নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা :- ‘দুয়ারে সরকার’ শিবিরে উপস্থিত হয়ে উপভোক্তাদের একাধিক জনকল্যাণ প্রকল্পের সাধারণ গ্রামবাসী ও ছাত্রীদের সুবিধা দিতে এগিয়ে গেলেন বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার,ও বারুইপুরের বিডিও | দক্ষিণ ২৪ পরগণার হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর রত্নেশ্বর হাইস্কুলের দুয়ারে সরকার ক্যাম্পে মডেল ক্যাম্প হিসেবে তুলে ধরার জন্য বিভিন্ন ভাবে সুসজ্জিত স্টল তৈরি করা হয় যেখানে আকর্ষণীয় ছিল লক্ষীর ভান্ডার প্রকল্প |
কোথাও দেখা গেল ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে ছাত্রীদেরকে বোঝালেন মহকুমাশাসক সুমন পোদ্দার | অপরদিকে বারুইপুর এর সমষ্টি উন্নয়ন আধিকারিক মোশারফ হোসেন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলার বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন মানবিক প্রকল্পের শুভেচ্ছাবার্তা |
বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন কারণ তিনি জানান ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে তিনি যেতে পারছিলেন না শারীরিক অসুস্থতার কারণে | আর তাই খবর পেয়ে নিজেই উদ্যোগ নেন তিনি | হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের বিড়াল গ্রামের বাসিন্দা কাকলি মণ্ডলের বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন মানবিক প্রকল্পের শুভেচ্ছা বার্তা |