Breaking News

রাস্তার হাল বেহাল! জাতীয় সড়ক সংস্কারের দাবিতে চাঁচল হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

অভিষেক সাহা, মালদহ :- দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা রাস্তার| অভিযোগ জানানো হয়েছে একাধিকবার | মেলে প্রতিশ্রুতিও | কিন্তু কাজ এগোয়নি কিছুই | বরং বর্ষায় আরও খারাপ অবস্থা হয় রাস্তার | আর তাই দ্রুত জাতীয় সড়ক সংস্কারের দাবিতে চাঁচল হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে টোটো চালকরা | অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় চাঁচল থানার পুলিশ | দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে বেহাল জাতীয় সড়ক | নিত্যদিন ঘটছে দুর্ঘটনা | রাস্তার একাধিক খানা খন্দে ভরা, নিকাশি না থাকার কারণে জলমগ্ন সড়ক| প্রাণ হাতে ঝুঁকির সহিত চলছে যাতায়াত, প্রশাসনের উদাসীনতার ফলে বেহাল অবস্থায় রয়েছে এই রাস্তা দাবি বাসিন্দাদের| বেহাল হয়ে পড়েছে ৮১ নং জাতীয় সড়ক | চাঁচল ১ নং ব্লকের রানী কামাত এলাকায় তৈরি হয়েছে একাধিক বড় বড় গর্ত| সবচেয়ে বড় গর্তটি তৈরি হয়েছে ওই এলাকার মধ্যপাড়ায় | ওই গর্ত পেরিয়ে যাতায়াত করতে গিয়ে গাড়ি উল্টে ঘটছে ছোট বড় দুর্ঘটনা | পরিস্থিতি এতটাই খারাপ যে, টোটো ,অটো সহ ছোট যানগুলিকে ওই রাস্তা পার করতে গিয়ে ঠেলে নিয়ে যেতে হচ্ছে | নিত্যযাত্রীরাও দুর্ভোগের মুখে পড়ছেন|
ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাও | এলাকার বাসিন্দা মতিবুর রহমানের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই জাতীয় সড়ক | প্রশাসনের কাছে একাধিকবার সমস্যার কথা বলা হলেও রাস্তাটি সংস্কার করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি | বেহাল জাতীয় সড়ক নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা| এ বিষয়ে তৃণমূলের চাঁচল ১ব্লকের সভাপতি সচিদানন্দ চক্রবর্তী অভিযোগ করে বলেন যে, ৮১নং জাতীয় সড়কটি বিজেপি কেন্দ্র সরকারের অধীনে| এ বিষয়ে আমরা চাঁচল মহকুমা শাসককে অভিযোগ জানিয়েছি তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন | কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতির ফলে জাতীয় সড়কের সংস্কারের কাজ হচ্ছে না | যার ফলে ঘটছে নিত্যদিন দুর্ঘটনা | রাজ্য সরকারকে বিপদে ফেলার জন্যই তাদের এই ধরনের চক্রান্ত বলে অভিযোগ | এ বিষয়ে বিজেপির যুব মোর্চার সম্পাদক সুমিত সরকার জানান, ৮১ নম্বর জাতীয় সড়ক নিয়ে বিজেপিকে তৃণমূল যেভাবে বদনাম করার চেষ্টা করছে তা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ | জাতীয় সড়কটি নিয়ে আমরা উত্তর মালদহের সংসদ খগেন মুর্মুকে জানিয়েছি তিনি বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *