Breaking News

অমানবিক! চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীনকে পোস্টে বেঁধে মারধোর মালদহে,তৎপর পুলিশ

নিজস্ব সংবাদদাতা, মালদহ :- এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল রাজ্যবাসী | শুধুমাত্র চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে চলল বেধড়ক মারধর | ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ী গৌড় কলেজ সংলগ্ন একটি পোট্রল পাম্পের সামনে | স্থানীয় সূত্রে জানা গিয়েছে,স্থানীয়দের দাবি, রবিবার সকালে ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন তাঁরা। কী কারণে ঘোরাফেরা করছেন, তা নিয়ে জেরা করা হয় ওই ব্যক্তিকে| স্থানীয়রা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করে | আর তাতেই হতভম্ব হয়ে যান ওই ব্যক্তি | সঠিকভাবে উত্তর দিতে পারেননি তিনি| তাতেই সন্দেহ হয় সকলের| এলাকাবাসীরা ভাবতে শুরু করেন ওই ব্যক্তিই মোটর বাইক চোর | মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে মোটর বাইক চোর হিসেবে সন্দেহে আটক করে এলাকাবাসী | তাঁকে একটি বিদ্যুতের খুঁটিতে পিছমোড়া করে বেঁধে ফেলেন তাঁরা বলে অভিযোগ | এরপরই তাঁর উপর চলল অকথ্য অত্যাচার | কিল-চড়-লাথির পাশাপাশি রীতিমতো বাঁশ ও লাঠি দিয়েও চলে মারধোর | খবর পেয়ে মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ পৌঁছে যায় সেখানে | পুলিশকর্মীরাই মারমুখী স্থানীয় মানুষদের হাত থেকে রক্ষা করে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় | চোর সন্দেহে গণপিটুনির ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে | ওই ভিডিওর মাধ্যমে গণপিটুনির ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে | এ প্রসঙ্গে মালদহ জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে | তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *